যুব এশিয়া কাপের ফাইনাল মিরপুরে

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পযর্ন্ত বাংলাদেশে বসবে এসিসি অনূধ্বর্-১৯ এশিয়া কাপের আসর। আট দলের টুনাের্মন্টের ম্যাচগুলো হবে দেশের পাঁচ ভেন্যুতে। দুটি সেমিফাইনাল ও ফাইনাল হবে হোম অব ক্রিকেট শেরেবাংলা স্টেডিয়ামে। যুব এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে বিসিবি। শেষ মুহূতের্ ভেন্যুর তালিকায় যোগ হয়েছে মিরপুর ও বিকেএসপি। ড্রেনেজ ব্যবস্থা মানসম্মত না হওয়ায় বাদ পড়েছে কক্সবাজার। ‘এ’ গ্রæপে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত, আফগানিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রæপে রয়েছে স্বাগতিক বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা ও হংকং। টুনাের্মন্টের উদ্বোধনী দিনে মাঠে গড়াবে চারটি ম্যাচ। ‘এ’ গ্রæপের ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ ও ৪ নম্বর মাঠে মুখোমুখি হবে যথাক্রমে ভারত-নেপাল এবং আফগানিস্তান-আরব আমিরাত।