অ্যান্ডারসনকে ‘সেরা’ বললেন কুক

সে দুদার্ন্ত একজন বোলার। আমার মতে সে সেরা ইংলিশ ক্রিকেটার। তার বোলিং লাইন, লেংথ দারুণ। সুইংয়ের দারুণ ক্ষমতা আছে তার। সব মিলিয়ে সে দুদার্ন্ত একজন পেসার

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
টেস্ট ক্যারিয়ার শেষ করলেন অ্যালিস্টার কুক। ওভালে শেষ টেস্ট ম্যাচে উপহার হিসেবে পেয়েছেন দলের জয়। ভারতের বিপক্ষে এই টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডানহাতি পেসার গেøন ম্যাকগ্রাকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে পেসার হিসেবে সবোর্চ্চ উইকেট শিকারি পেসার হলেন জেমস অ্যান্ডারসন। বিদায়ের দিনে সেই অ্যান্ডারসনকে নিজের দেখা সেরা ইংলিশ ক্রিকেটার হিসেবে আখ্যা দিয়েছেন কুক। ম্যাকগ্রার ৫৬৩ উইকেট ছাড়িয়ে টেস্টে অ্যান্ডারসনের উইকেট সংখ্যা এখন ৫৬৪টি। ২০০৩ সালে টেস্ট আঙিনায় পা রাখা এই ডানহাতি ইংল্যান্ডের ইতিহাসেরই সবথেকে সফল বোলার। টেস্টে তার থেকে বেশি উইকেট আছে আর তিনজনের। তারা সবাই স্পিনারÑ শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন (৮০০), অস্ট্রেলিয়ার শেন ওয়ানর্ (৭০৮) আর ভারতের অনিল কুম্বলে (৬১৯)। মুরালি আর ওয়ানর্ অনেকটা দূরে দঁাড়িয়ে। তবে অ্যান্ডারসন এখনও যেভাবে খেলে চলেছেন, অদূর ভবিষ্যতে হয়তো কুম্বলেকে ছাড়িয়ে যাবেন। দুদার্ন্ত খেলে চলা কুককে নিয়েও এমন আশা ছিল। অনেকেরই ধারণা ছিল, রান আর সেঞ্চুরির সংখ্যায় একদিন হয়তো ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন! সেই কুক থেকে গেলেন অনেক পেছনে থেকে। তবে অ্যান্ডারসন এগিয়ে চলেছেন। বিদায়বেলায় কুক তাই সতীথর্ পেসারকেই নিজের দেখা ইংল্যান্ডের সেরা ক্রিকেটার আখ্যা দিয়ে দিলেন, ‘সে দুদার্ন্ত একজন বোলার। আমার মতে সে সেরা ইংলিশ ক্রিকেটার। তার বোলিং লাইন, লেংথ দারুণ। সুইংয়ের দারুণ ক্ষমতা আছে তার। সবমিলিয়ে সে দুদার্ন্ত একজন পেসার। আমরা একসঙ্গে ১২ বছর ক্রিকেট খেলেছি। ওর বোলিংয়ের সময় ¯িøপে দঁাড়ানোটাও ছিল অনেক সৌভাগ্যের ব্যাপার।’ এদিকে, নিজের এমন কীতির্র দিনে কুককে মাঠে পাওয়ায় নিজেকে সৌভাগ্যবান বলেই মনে করছেন অ্যান্ডারসন। সতীথের্র বিদায়ের দিনে রেকডর্ গড়ে মহাখুশি তিনি, ‘আমি যখন এই রেকডর্ গড়ি, তখন কুক মাঠে ছিল, এটা আমার জন্য দারুণ সৌভাগ্যের ব্যাপার। এই রেকডের্র কথা আমার সারাজীবন মনে থাকবে। অধিনায়ক ও সতীথর্ হিসেবে সে (কুক) ছিল দারুণ, একজন ভালো মানুষ। তার বাকি জীবনের জন্য রইল অনেক শুভকামনা।’ বিদায়ী টেস্টে দুদার্ন্ত ব্যাটিং করে একগাদা রেকডর্ গড়েছেন কুক। বিদায়টাকে স্মরণীয় করেই রাখলেন এই গ্রেট। রেকডর্ গড়ে অ্যান্ডারসন সেখানে যোগ করেছেন বাড়তি মাত্রা।