মেয়েদের সিরিজ কক্সবাজারে

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এএসসি অনূধ্বর্-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপবর্ খেলতে বুধবার বাংলাদেশে পা রেখেছে বাহরাইন নারী ফুটবল দল। হযরত শাহজালাল আন্তজাির্তক বিমানবন্দরে এমন ফুরফুরে মেজাজেই ক্যামেরাবন্দি হন তারা Ñবাফুফে
আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে বসবে মেয়েদের টি২০ বিশ্বকাপ। এর আগে টানা ক্যাম্প করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুধু ক্যাম্পই নয়, মেয়েদের নিয়মিত ম্যাচ খেলানোর ব্যবস্থাও করছে বাংলাদেশ ক্রিকেট বোডর্ (বিসিবি)। এরই অংশ হিসেবে আগামী অক্টোবরের শুরুতেই পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজ হবে বাংলাদেশে। শুরুতে এই সিরিজ খুলনাতে হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূতের্ সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। খুলনায় নয়, পাকিস্তান সিরিজের সবগুলো ম্যাচ হবে কক্সবাজারে। বুধবার এ বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ন্যাশনাল গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন ও নারী ক্রিকেট দলের ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম। প্রথমে এই টুনাের্মন্টের ভেন্যু রাখা হয়েছিল চট্টগ্রাম ও কক্সবাজারে। একই সময়ে পাকিস্তানের সঙ্গে মেয়েদের হোম সিরিজ হওয়ার কথা। ফলে ভেন্যু সংকটে পড়ে যায় বিসিবি। তাই অনেকটা বাধ্য হয়েই খুলনাতে পাকিস্তান সিরিজ করতে চায় তারা। আর এতেই খুলনাবাসীর মনে আশার সঞ্চার হয়। কিন্তু আবারো আবাসন আর যাতায়াতের অজুহাত তুলে খুলনা থেকে ম্যাচ সরিয়ে নিল বিসিবি। প্রথমে কক্সবাজার থেকে অনূধ্বর্-১৯ এশিয়া কাপের ভেন্যু সরিয়ে নেয়া হয় মিরপুরে। পরে মেয়েদের সিরিজের সবগুলো ম্যাচ কক্সবাজারে হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। যদিও বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে এই সিরিজের সূচি এখনো প্রকাশ করা হয়নি। তবে এ বিষয়ে নারী ক্রিকেট দলের ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘পাকিস্তানের সঙ্গে এই সিরিজ আমরা খুলনাতে করার পরিকল্পনাই করেছিলাম। কারণ অনূধ্বর্-১৯ এশিয়া কাপ ক্রিকেটের খেলা ছিল কক্সবাজারে। কিন্তু অনূধ্বর্-১৯ এশিয়া কাপের ভেন্যু খুলনা থেকে সরিয়ে নেয়ায়, এখন মেয়েদের সিরিজ কক্সবাজারেই হবে।’ বিসিবির ন্যাশনাল গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন বলেন, ‘খুলনাতে এর থেকেও বড় ম্যাচ হচ্ছে। জাতীয় ক্রিকেট লিগের ভেন্যু খুলনা। এ কারণে মেয়েদের সিরিজ আর খুলনায় দেয়া সম্ভাব হচ্ছে না।’