শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঘরোয়া মৌসুমের প্রস্তুতি শুরু ঢাকা আবাহনীর

ক্রীড়া প্রতিবেদক
  ২৩ নভেম্বর ২০২০, ০০:০০

স্বাস্থ্যবিধি মেনে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে ঢাকা আবাহনী। দীর্ঘ বিরতির কারণে ফুটবলারদের নিয়ে ধরে ধরে কাজ করছেন কোচ। বরাবরের মতো এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই দল গড়েছে আবাহনী। বিদেশি খেলোয়াড়দের নামও জানা যাবে দ্রম্নতই। জাতীয় দলের দায়িত্ব পালনে ছুটিতে জীবন-সাদউদ্দিনরা। তবে বাকিদের নিয়ে ঘরোয়া নতুন মৌসুমের প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সফলতম দল ঢাকা আবাহনী।

করোনাকালে নেই ক্যাম্পের চিরচেনা রূপ। স্বাস্থ্যবিধির মধ্যে থাকা ফুটবলাররা আপাতত অনুশীলন করছেন দুই পর্বে। সকালে রানিং, বিকালে চলে স্কিল ঝালাইয়ের কাজ। মহামারির দীর্ঘ বিরতিতে মরিচা ধরেছে, তাই গোড়া থেকেই কাজ শুরু করেছেন আবাহনীর দেশি কোচ।

ঢাকা আবাহনীর সহকারী কোচ জাকারিয়া বাবু বলেন, 'খেলোয়াড়রা আসছে ক্যাম্পে, তাদের তিন দিনের আইসোলেশনে রাখছি। তারপর আমরা সবাইকে করোনার টেস্ট করিয়েছি, সবার নেগেটিভ হয়েছে। পরে আমরা তাদের নিয়ে অনুশীলন শুরু করেছি। যেহেতু ৬-৭ মাস মাঠের বাইরে ছিল তাই আলাদা আলাদা করে অনুশীলন করায়। সে ক্ষেত্রে আমাদের আবার নতুনভাবে শুরু করতে হচ্ছে।'

বিপজ্জনক এই সময়টায় দলবদল হয়েছে একেবারে নিভৃতে। কোনো লোকাল বয়কে বাদ না দিয়ে উল্টো যুক্ত করা হয়েছে। বিদেশি খেলোয়াড়ের তালিকাটাও প্রকাশ পাওয়ার অপেক্ষায়। অভিজ্ঞ সদস্যরা বলছেন, বরাবরের মতো শিরোপার জন্যই দল গুছিয়েছে সাদা-আকাশিরা।

অভিজ্ঞ সদস্য বলেন, 'এর আগের বছর এই টিমটা ছিল। আমি মনে করি, এই টিমটা যেভাবে আছে আর আমাদের শুরুটাও ভালো হয়েছে। সবাই করোনা টেস্ট করে এসেছি, সবাই নেগেটিভ। তো আমরা যেভাবে অনুশীলন করি এভাবে অনুশীলন করলে আমরা ফেডারেশন কাপ পর্যন্ত যেতে পারব।'

আরেক অভিজ্ঞ সদস্য বলেন, 'আমার মনে হয় আবাহনী এবার বেস্ট ফরেন খেলোয়াড় সিলেক্ট করছে। যদি সেভাবে সবকিছু ঠিক থাকে তাহলে আমরা ভালো কিছু করতে পারব।'

জাতীয় দলের কাতার সফরের কারণে পিছিয়ে গেছে ফেডারেশন কাপ। এই টুর্নামেন্ট দিয়েই শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। তার আগেই পর্তুগাল থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন কোচ মারিও লামোস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে