বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যাটে-বলে অনেক ভালোর আশায় সৌম্য

ক্রীড়া প্রতিবেদক
  ২৩ নভেম্বর ২০২০, ০০:০০

অনুশীলনে নিয়মিত বোলিং করছেন সৌম্য সরকার। রোববারও ব্যাটিংয়ের পর বল হাতে ঘাম ঝরালেন গাজী গ্রম্নপ চট্টগ্রামের তারকা। মঙ্গলবার শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি২০ কাপে তিনি নিজেকে মেলে ধরতে চান দ্বৈত ভূমিকায়।

সাত মাসের করোনা বিরতির পর অক্টোবরে হওয়া বিসিবি প্রেসিডেন্ট কাপে হাসেনি সৌম্যর ব্যাট। ছিলেন নিজের ছায়া হয়ে। ব্যর্থতার খোলস থেকে টাইগার ওপেনার নিজেকে বের করতে চান টি২০ আসরটি মাতিয়ে। মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শুরুর আগে সংবাদ মাধ্যমকে জানালেন সে কথাই, 'নতুন টুর্নামেন্ট তো, ভালো করার চেষ্টা করব। আমাদের এ বছর যে টিমটা হয়েছে, অবশ্যই অনেক ভালো হয়েছে মনে হচ্ছে। সবদিক দিয়েই ভালো, আশা করি ভালো একটা টুর্নামেন্ট যাবে। প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্স ভালো ছিল না। অবশ্যই এবার চেষ্টা করব ওইটাকে পেছনে ফেলে যেন এই টুর্নামেন্টটা অনেক ভালো কাটাতে পারি।'

'যেহেতু এখন বল করি, বলটাও করব ব্যাটিংয়ের পাশাপাশি। যে কোনো টুর্নামেন্টেই তো একটা লক্ষ্য থাকে। আমার নিজেরও একটা লক্ষ্য আছে। চেষ্টা করব লক্ষ্যটা পূরণ করার।'

'যদি এখন বোলিংও করি, বোলিং যখনই করব, চেষ্টা করব বোলিং পারফরম্যান্সেও যেন নিজের পারফর্মটা হয়। পাশাপাশি ব্যাটিং তো আছেই। মূলত আমি ব্যাটিং করি।'

পাঁচ দলের ফ্র্যাঞ্চাইজি আসর বঙ্গবন্ধু টি২০ কাপ শুরু হবে মঙ্গলবার। বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় দিন সন্ধ্যার ম্যাচে সৌম্য-লিটনদের চট্টগ্রামের প্রতিপক্ষ মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে