বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে ফিনসুইমিংয়ের যাত্রা শুরু

ক্রীড়া প্রতিবেদক
  ২৩ নভেম্বর ২০২০, ০০:০০

বাংলাদেশে ফিনসুইমিংয়ের যাত্রা শুরু হয়েছে। গত সেপ্টেম্বরে সংগঠনটির কমিটি গঠনের পর এবার টেকনিক্যাল কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার ঢাকার মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপেস্নক্সের সভাকক্ষে ফিনসুইমিংয়ের জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি সৈয়দ আসিফ আহমেদ মৃধার সভাপতিত্বে সেমিনারে নৌবাহিনী, পুলিশ, বিমানবাহিনী, সেনাবাহিনী, বিভিন্ন ক্লাব ও জেলার পক্ষ থেকে ৩২ জন সাঁতার ব্যক্তিত্ব এই সেমিনারে উপস্থিত ছিলেন। সাঁতার সংগঠক আমীরুল ইসলামের সঞ্চালনায় এ সেমিনারে ফিনসুইমিংয়ের টেকনিক্যাল বিষয়ে আলোচনা করেন সাবেক জাতীয় সাঁতারু অনিক ইসলাম।

সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী সাঁতারু রুবেল রানা, শাহজাহান আলী রণিসহ কয়েকজন উপস্থিত ছিলেন। ফিনসুইমিং নিয়ে সাধারণ সম্পাদক ও সাবেক সাঁতারু গোলাম মোস্তফা যাযয়ায়দিনকে বলেন, 'নতুন পদ্ধতির এই সাঁতার বিশ্বের বিভিন্ন দেশে অনেক আগেই শুরু হয়েছে। আমরা সাবেক সাঁতারু ও সংগঠকরা বাংলাদেশে এর যাত্রা শুরু করেছি। নিয়মিত সাঁতারের চেয়ে ফিনসুইমিংয়ের পার্থক্য হলো এই সাঁতারে কিছু সরঞ্জাম ব্যবহার হয় এবং শরীরের নিচের অংশের শক্তি প্রয়োগের মাধ্যমে আরও বেশি দ্রম্নতগামী হওয়ায়। আন্তর্জাতিক পর্যায়ে এই সাঁতারে অংশগ্রহণ করে আমরা সাফল্য অর্জন করতে পারব আশা করি।'

ফিনসুইমিংয়ের সভাপতি সৈয়দ আসিফ আহমেদ মৃধা বলেন, 'আমরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করছি, যথাযথ প্রস্তুতি নিয়ে সফলভাবে জাতীয় প্রতিযোগিতা আয়োজন করতে পারব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে