সাকিবের 'বড়দিন' ম্স্নান করার পণ তামিমদের

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২০, ০০:০০

ম ক্রীড়া প্রতিবেদক
নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথমবারের মতো মাঠে ফিরছেন সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি২০ কাপ দিয়ে আজ (মঙ্গলবার) ২২ গজে দেখা যাবে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে। ঠিক ৪০৮ দিন পর। যেখানে জেমকন খুলনার হয়ে অংশ নিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ফেরার ম্যাচে সাকিব তার বন্ধু তামিমকেই পাচ্ছেন প্রতিপক্ষ হিসেবে। মঙ্গলবার উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার প্রতিপক্ষ ফরচুন বরিশাল। এই দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, সাকিবের প্রত্যাবর্তনের দিনটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তামিম ইকবাল চান এই 'বড়দিনে' যেন খুব একটা প্রভাব বিস্তার না করতে পারেন সাকিব। গত বছরের ১২ অক্টোবর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর থেকে প্রতিযোগিতামূলক, প্রস্তুতি কিংবা প্রীতিম্যাচ কিছুই খেলার সুযোগ ছিল না তার। ফরচুন বরিশাল-জেমকন খুলনা ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। জেমকন খুলনায় অভিজ্ঞ সাকিবের পাশাপাশি অধিনায়ক মাহমুদউলস্নাহ রিয়াদও রয়েছেন। সোমবার টুর্নামেন্টের আগের দিন অবধারিতভাবেই এসেছে সাকিব প্রসঙ্গ। বরিশাল অধিনায়ক সাকিবকে ফেরার অভিনন্দন জানালেন, জানালেন শুভকামনা। তবে নিজেদের বিপক্ষেই যখন নামছেন সাকিব, তার সাফল্য তাই স্বাভাবিকভাবেই প্রত্যাশা করছেন না তারা, 'আমি নিশ্চিত ওর (সাকিব আল হাসান) জন্য অনেক বড়দিন। কারণ ও এক বছর পর মাঠে ফিরছে। ওর জন্য বড়দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ ওর মানের খেলোয়াড় ফেরত আসছে। আমি নিশ্চিত ওর ভক্তরা ওকে দেখার জন্য মুখিয়ে থাকবে। ' 'যেহেতু আমার জন্য এটা একটা খেলা, আমি চেষ্টা করব ও যত কম প্রভাব ফেলতে পারে। দিনশেষে আমি খুশি সে ফিরছে, আমি নিশ্চিত হি উইল গো স্ট্রেংথ টু স্ট্রেংথ ফ্রম টুমোরো।' পেস্নয়ার্স ড্রাফট থেকে গড়পড়তা একটা দল বানিয়েছে বরিশাল। কিছু জায়গায় থেকে গেছে ঘাটতি। তা নিয়ে খেদ থাকলেও তামিমের আশা কাগজ-কলমের হিসাব ফলবে না মাঠে, 'দেখেন, আমাদের দলে হয়তো নামিদামি ওরকম খেলোয়াড় নেই, তবে ক্রিকেটটাই এরকম একটা খেলা। সবাই যদি কাগজে-কলমে শক্তিশালী হয়ে ম্যাচ জিতে যেত বা টুর্নামেন্ট জিতে যেত তাহলে অন্য কথা ছিল। আমি নিশ্চিত যে খেলোয়াড় আছে আমার, তারা সবাই সামর্থ্যবান। তারা কোনো না কোনো জায়গায় নিজেকে প্রমাণ অবশ্যই করেছে। আমার বিশ্বাস আছে যে তারা ভালো করবে। আশা করি, কালকের ম্যাচটা ভালোভাবে শুরু করব। এক থেকে এগারো সবাই ম্যাচ জেতাতে সক্ষম। একটাই ব্যাপার যে তারা তরুণ। আমি নিশ্চিত তারা ভালো করবে।' তামিম বলেন, 'নিশ্চিতভাবেই কাগজে কলমে তারা খুবই শক্তিশালী দল। তবে আপনার দলে যেই থাকুক না কেন, সবচেয়ে বড় জিনিস হলো বিশ্বাস রাখা। খেলোয়াড়দের ওপর বিশ্বাস করা, যেটা আমার আছে। আপনি হয়তো বড় বড় নাম খুঁজে পাবেন না। তারা সবাই ম্যাচ জেতাতে সক্ষম। আমরা যদি এদের সঙ্গে ভালো একটা শুরু করতে পারি তাহলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।' সাকিব আল হাসান যত বড় তারকাই হোন এত লম্বা সময়ের বিরতির কারণে জড়তার প্রশ্ন এসেই যায়। তবে মাহমুদউলস্নাহ এমন কোনো শঙ্কা দেখছেন না। জেমকন খুলনা দলের অধিনায়কের মতে নেমেই আসর মাতাবেন সাকিব। সোমবার একাডেমি মাঠে অনুশীলন সেরে অধিনায়ক মাহমুদউলস্নাহ জানালেন মেধার কারণেই আড়ষ্টতা থাকবে না সাকিবের, 'আমি সব সময় একটা জিনিস বিশ্বাস করি- সাকিবের যে মেধা, যে সামর্থ্য, আমার মনে হয় না যে ওটার (জড়তার) কোনো প্রশ্ন থাকবে ওর পারফরম্যান্সের ক্ষেত্রে। আমি বিশ্বাস করি ও প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারবে। ওরকম আড়ষ্টতার কিছু দেখছি না, আমার মনে হয় যে ও খুব উদগ্রীব খেলার জন্য, আর মুখিয়ে আছে ভালো খেলার ব্যাপারে।' 'খুব ভালো লাগছে (সাকিব ফেরায়)। সেটা আন্তর্জাতিক হোক বা ঘরোয়া। সবাই খুশি ও ফেরায় এবং আমাদের দলেই খেলছে বলে। তাকে পাওয়া দারুণ ব্যাপার।'