টানা ৬৪ ম্যাচ অপরাজিত লিভারপুল

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২০, ০০:০০

ম ক্রীড়া ডেস্ক
প্রিমিয়ার লিগে রোববার লেস্টার সিটির বিপক্ষে জয়ের পর লিভারপুলের খেলোয়াড়দের উচ্ছ্বাস -ওয়েবসাইট
ইনজুরি আর করোনার হানায় জর্জরিত হলেও ঘরের মাঠে লিভারপুলকে দমাতে পারেনি লিস্টার সিটি। চোটের কারণে ছিলেন না জর্ডান হেন্ডারসন, ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, করোনার কারণে মাঠে ছিলেন না মোহাম্মদ সালাহ ও জো গোমেজ। তারপরও রোববার বাংলাদেশ সময় রাতে নিজেদের দারুণভাবে মেলে ধরল লিভারপুল। শেষপর্যন্ত লেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে নিজেদের মাঠে টানা ৬৪ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়ল লিভারপুল। এর আগে ১৯৭৮ থেকে ১৯৮১ সালের জানুয়ারিতে দলটির আগের রেকর্ড ৬৩ ম্যাচের অপরাজেয় যাত্রা থেমেছিল লেস্টারের বিপক্ষে হেরে। অ্যানফিল্ডে রোববার জিতে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। দলটির হয়ে একটি করে গোল করেন দিয়োগো জোতা ও রবের্তো ফিরমিনো। এদিন ঘরের মাঠে লিভারপুল তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায়। কর্নার থেকে সাদিও মানের হেডে বল পাশের জালে লাগে। তবে ২১তম মিনিটে জনি ইভান্সের আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল। কর্নার থেকে আসা বল হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ান লেস্টার ডিফেন্ডার। এদিকে ম্যাচের ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোতা। বাঁদিক থেকে অ্যান্ড্রু রবার্টসনের ক্রসে ডি-বক্সে ছুটে গিয়ে হেডে বল জালে পাঠান এই পর্তুগিজ ফরোয়ার্ড। আর ৮৬তম মিনিটে স্বাগতিকদের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন ফিরমিনো। জেমস মিলনারের কর্নারে লাফিয়ে হেডে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এ জয়ে বর্তমান চ্যাম্পিয়নরা জানান দিয়েছে, তারা এবারও শিরোপা জেতার লড়াইয়ে আগের মতোই ক্ষুধার্ত। ৯ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ২০। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে টটেনহ্যাম হটস্পার। ১৮ পয়েন্ট নিয়ে চেলসি তিনে ও লেস্টার চারে আছে। আর্সেনাল ১৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে। ১১ পয়েন্ট নিয়ে লিডসের অবস্থান ১৪তম। কিন্তু ৮৬ মিনিটে অসাধারণ হেডে স্কোর ৩-০ করেছেন ফিরমিনো। এই গোলটিও এসেছে মিলনারের কর্নার থেকে। এই জয়ের পর ৯ ম্যাচে শীর্ষে থাকা টটেনহামের সমান ২০ পয়েন্ট অর্জন করেছে লিভারপুল। অপর দিকে একজন কম নিয়েও লিডস ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল।