নান্নুর ভিসা জটিলতা কেটেছে

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ঠিক সময়ে ভিসা না পাওয়ায় তামিম ইকবাল ও রুবেল হোসেন দলের সঙ্গে দুবাই যেতে পারেননি। দুইদিন অপেক্ষার পর তারা যোগ দিয়েছেন এশিয়া কাপের স্কোয়াডে। একই জটিলতায় আটকে ছিলেন টিম ম্যানেজমেন্টে থাকা খালেদ মাহমুদ সুজন ও মিনহাজুল আবেদিন নান্নুও। অবশেষে তাদেরও জটিলতা কেটেছে। বুধবার ভিসা পেয়ে দিবাগত রাতে রওনা হয়ে দলের ম্যানেজার খালেদ মাহমুদ পৌঁছে গেছেন দুবাই। প্রধান নিবার্চক মিনহাজুল আবেদিন উড়ে গেছেন বৃহস্পতিবার রাতের ফ্লাইটে। এশিয়া কাপে দলের সঙ্গে থাকবেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানও। শুক্রবার রাতে তার রওনা হওয়ার কথা। বিসিবির লজিস্টিক বিভাগ এমন তথ্যই জানিয়েছে। শনিবার দুবাইয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলংকার বিপক্ষে।