রোনালদো-প্রভাব ইতালির স্টক মাকেের্টও!

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগ জিতুক আর নাইবা জিতুক, আথির্ক দিক বিবেচনায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে কেনায় লাভবানই হয়েছে জুভেন্টাস। যার প্রমাণ মিলছে একের পর এক। গ্যালারিতে দশর্ক সংখ্যা বৃদ্ধি, জাসির্ বিক্রি বেড়ে যাওয়ার পর মিলানের স্টক মাকেের্ট তাদের শেয়ারের দর রেকডর্ পযাের্য় পেঁৗছে গেছে। সে সঙ্গে বাড়ছে ক্লাবটির ব্র্যান্ড ভ্যালুও। ৩৩ বছর বয়সী রোনালদোকে ১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ থেকে দলে ভিড়িয়েছে জুভেন্টাস। এই দলবদল নিয়ে তখন অনেকে হাস্যরসে মেতে উঠেছিল। কারণ বয়স ত্রিশোধ্বর্ ফুটবলারদের খুব একটা চাহিদা থাকে না। কিন্তু তথাকথিত বুড়ো রোনালদোকে কিনে লোকসান হয়নি ‘ওল্ড লেডি’দের! রোনালদোর সিরি’আ গমনের খবরেই সোশ্যাল মিডিয়ায় রাতারাতি জুভেন্টাসের ফলোয়ার বেড়ে গিয়েছিল। ইতালি এবং বিশ্বজুড়ে তাদের সমথর্ন বেড়েছে। এবার মিলানের শেয়ার মাকেের্টও পড়েছে রোনালদো প্রভাব। গেল মাসে মিলান স্টক মাকেের্ট জুভেন্টাসের শেয়ার দর বেড়েছে ৬০ শতাংশ। প্রতিটি শেয়ার মূল্য পৌঁছেছে রেকডর্ ১.৪৭ ইউরোতে। এর আগে জুভিদের প্রতিটি শেয়ারের দর সবোর্চ্চ পয়েন্টে পৌঁছেছিল ২০০২ সালের ৩ জানুয়ারি। সেবার প্রতিটি শেয়ারের মূল্য ছিল ১.৩২ ইউরো। এদিকে পুঁজিবাজারে জুভেন্টাসের মূলধনও বেড়েছে ব্যাপক হারে। ক্লাবটির বতর্মান মূলধন ১৩৫০ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা তাদের ইতিহাসের সবোর্চ্চ। স্টক মাকেের্ট তাদের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ৮৬ শতাংশ।