কৃষ্ণাদের সংবধর্নায় নেই ছোটন!

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বৃহস্পতিবার অনূধ্বর্ ১৫ সাফ চ্যাম্পিয়নশিপে রানাসর্আপ বাংলাদেশ মহিলা ফুটবল দলের সংবধর্না অনুষ্ঠানে খেলোয়াড় ও কমর্কতার্রা Ñসৌজন্য
সাফ অনূধ্বর্ ১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে এবার রানাসর্আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশের মেয়েদের। তবে ২০১৭ আসরের চ্যাম্পিয়ন তারা। তাদের এই সাফল্যের স্বীকৃতি দিয়েছে জনতা ব্যাংক। বৃহস্পতিবার বাফুফে ভবনে গত আসরের সাফ জয়ী মেয়েদের সংবধর্না জানায় ব্যাংকটি। তবে বিস্ময়কর হলেও সত্য মেয়েদের সফল কোচ গোলাম রব্বানী ছোটনকে করা হয়নি এ সাফল্যের অংশীদার। শিষ্যরা অথর্ পুরস্কার পেলেও গুরু হয়েছেন বঞ্চিত। একটা দলের সাফল্যের পেছনের অন্যতম কারিগর হিসেবে থাকেন একজন কোচ। এর আগে বিভিন্ন সংবধর্নায় কোচরাও পেয়েছেন অথর্ পুরস্কার। তবে জনতা ব্যাংকের অনুষ্ঠানটাই ছিল একটু ভিন্ন। যেহেতু অনুষ্ঠানটি কোনো সংবাদ সম্মেলন ছিল না তাই ব্যাংক কতৃর্পক্ষকে প্রশ্ন করারও সুযোগ ছিল না। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কাছে জানতে চাইলে তিনি বলেছেন, ‘এটা জনতা ব্যাংকের ব্যাপার। তারাই ভালো বলতে পারবে। এখানে তো বাফুফের কোনো হাত নেই। অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘মেয়েরা দুবার কোরিয়া গেছে। সেখানে মংগাই চুং অনেক সহায়তা করেছেন। তাকে ধন্যবাদ। জনতা ব্যাংক মেয়েদের সংবধর্না দিচ্ছে তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।’ মেয়েদের উদ্দেশ করে সালাউদ্দিন বলেছেন, ‘আজকের এই অনুষ্ঠান তোমাদের জন্য। এখানে আমরা কিছুই না। কাজ করো। ভালো করো। এখান থেকেই ভবিষ্যৎ গড়তে পারবা। ফুটবলের পৃথিবী অনেক বড়। এখানে হাজার হাজার কোটি টাকা।’ কোরিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি মং গাই চুং বলেছেন, ‘আমরা বাংলাদেশকে খুব কমই সহায়তা করতে পেরেছি। ছেলেদের দল এশিয়ান গেমসে দুদার্ন্ত পারফরম্যান্স করেছে। প্রথমবারের মতো তারা গেমসের দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আমি তাদের এ সাফল্যে অভিনন্দন জানাই। তারা বার বার আমাদের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশে খেলতে নিয়ে আসে। এজন্য আমি খুবই আনন্দিত। মেয়েরাও ফুটবলে ভালো করছে। তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’