টি২০তে পাঁচ হাজারে সাকিব

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
অপেক্ষার পালা চলছিল বঙ্গবন্ধু টি২০ কাপের শুরু থেকেই। প্রয়োজন ছিল মাত্র ৩০ রান। অর্থাৎ তার রান সংখ্যা ছিল ৪৯৯৭। কিন্তু প্রথম দুই ম্যাচ মিলিয়ে করতে পেরেছিলেন ২৭। নিজের তৃতীয় ম্যাচে অবশেষে গাজী গ্রম্নপ চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে খুলনার হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে সেই কাঙ্ক্ষিত মুহূর্তের দেখা পেলেন সাকিব আল হাসান। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি২০তে পূর্ণ করলেন ৫ হাজার রান। ইতিহাসের দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি২০ ফরম্যাটে ৫০০০ রান ও ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সাকিবের আগে এই কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু কাপ দিয়েই সাকিব ফিরেছেন মাঠে। জেমকন খুলনার এ ক্রিকেটার প্রথম দুটি ম্যাচে থিতু হয়ে উইকেট বিলিয়ে আসেন। তৃতীয় ম্যাচে গাজী গ্রম্নপ চট্টগ্রামের বিপক্ষে মাইফলক ছুঁতে দরকার ছিল মাত্র ৩ রান। আগের দুই ম্যাচে তিনে নামলেও গতকাল এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে নামেন সাকিব। শরিফুল ইসলামের করা ডেলিভারিটি স্কয়ার লেগে ঠেলে দিয়ে সিংগেল নিয়ে ৫০০০ রান পূরণ করেন টাইগার অলরাউন্ডার। ৫ হাজারি ক্লাবে নাম লেখান বিশ্বসেরা অলরাউন্ডার। তবে ইনিংসটি বেশিদূর এগিয়ে নিতে পারেননি সাকিব। ৫০০০ রান পূর্ণ করার পরের বলেই আউট হন তিনি। নাহিদুল ইসলামের বলে মোসাদ্দেক হোসেনকে ক্যাচ দিয়ে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ব্যাট হাতে ২৮৪তম ইনিংসে পৌঁছান মাইলফলকে। টি২০তে ৫ হাজার রান ছুঁতে সাকিবের লেগেছে ৩১২ ম্যাচ। সাকিব এই রান করেছেন ঘরোয়া ক্রিকেট ও বিপিএল, আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি আসরে খেলে। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এ ফরম্যাটে রানের দিক থেকে প্রথম অবস্থানে তামিম ইকবাল। এ ওপেনার ২১০ ম্যাচে ২০৯ ইনিংসে করেছেন ৫৮৬৪ রান। আন্তর্জাতিক টি২০তেও সবার চেয়ে এগিয়ে তামিম। টাইগার জার্সিতে ৭৪ ম্যাচে তুলেছেন ১,৭০১ রান। আর সাকিব ৭৬ ম্যাচে করেছেন ১,৫৬৭ রান। তৃতীয় অবস্থানে বর্তমান টি২০ অধিনায়ক মাহমুদউলস্নাহ রিয়াদ। ৭৯ ইনিংসে তার সংগ্রহ ১,৪৭৫ রান।