মেইডেন ম্যান সাকিব আল হাসান

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি২০কে বলা হয় ব্যাটসম্যানদের খেলা। এই ফরম্যাটে ডট বল দিতেই হিমশিম খান বোলাররা। সেখানে মেইডেন ওভার তো আরও কঠিন কাজ। এই কঠিন কাজ বারবার করেই টি২০ ফরম্যাটে সবচেয়ে বেশি মেইডেন নেওয়া বোলারদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সহসাই মেইডেন ম্যান হিসেবে পরিচিতি লাভ করবেন সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি২০ কাপে সোমবার জেমকন খুলনার হয়ে বেক্সিমকো ঢাকার বিপক্ষে খেলতে নেমেছিলেন সাকিব। এ সময় টি২০ ফরম্যাটে সবচেয়ে বেশি মেইডেন নেওয়ার তালিকার পাঁচে ছিলেন তিনি। ঢাকার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে টানা দুই ওভার মেইডেন নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। এর মাধ্যমে উঠে এসেছেন যৌথভাবে দুইয়ে। এ দিন দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন সাকিব। সেই ওভার মেইডেন নেওয়ার পাশাপাশি শিকার করেন নাইম শেখের উইকেট। এরপর পঞ্চম ওভারের সময় বোলিংয়ে এসে ফের মেইডেন নেন তিনি। এই দুই মেইডেনসহ টি২০ ফরম্যাটে বর্তমানে তার মেইডেন সংখ্যাটা ২১টি। সাকিবের সমান ২১ মেইডেন নিয়ে তার সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার স্যামুয়েল বদ্রি। ২৪ মেইডেন নিয়ে তালিকার সবার উপরে আছেন আরেক ক্যারিবিয়ান স্পিনার সুনিল নারিন। টি২০ ক্রিকেটে ১৯ বার করে মেইডেন নিয়ে যথাক্রমে চার ও পাঁচে আছেন পাকিস্তানের মোহাম্মদ ইরফান এবং ভারতের প্রবীণ কুমার। টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশি মেইডেন নেওয়া পাঁচজন ১. সুনিল নারিন - ২৪ বার ২. সাকিব আল হাসান - ২১ বার ৩. স্যামুয়েল বদ্রি - ২১ বার ৪. মোহাম্মদ ইরফান - ১৯ বার ৫. প্রবীণ কুমার - ১৯ বার