বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেশবপুরে নারীদের হকি প্রশিক্ষণ শুরু

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০২০, ০০:০০
যশোরের কেশবপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে হকি প্রশিক্ষণে অংশ নেওয়া নারী হকি দল -যাযাদি

যশোরের কেশবপুরে শুরু হয়েছে মাসব্যাপী হকি প্রশিক্ষণ ক্যাম্প। উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে যশোর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে হকি প্রশিক্ষণ নিচ্ছেন ৩০ জন নারী। মঙ্গলবার ওই বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে নারী হকি প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সিদ্ধার্থ বসুর সভাপতিত্বে নারী হকি প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা ও প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন, বিশিষ্ট শিক্ষাবিদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, বিকেএসপির প্রাক্তন হকি চিফ কোচ কাওসার আলী, যশোর জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, যশোর জেলা হকি প্রশিক্ষক হাসান রনি, প্রধান শিক্ষক সুপ্রভাত বসু ও ইউপি সদস্য আব্দুল আহাদ আল বাহার। যশোর জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর জানান, জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা নারী হকি দল গঠনের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ৩০ জন নারী এ প্রশিক্ষণ নিচ্ছেন। তাদেরকে মাসব্যাপী প্রশিক্ষণ দেবেন, যশোরের হকি প্রশিক্ষক হাসান রনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে