বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেসির সঙ্গে খেলতে চান নেইমার

ক্রীড়া ডেস্ক
  ০৪ ডিসেম্বর ২০২০, ০০:০০

লিওনেল মেসি কি তাহলে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিচ্ছেন? না কি পিএসজিকে বিদায় জানিয়ে নেইমার ফিরছেন বার্সেলোনাতে? না কি দুজনেই একসঙ্গে যাচ্ছেন নতুন কোনো ক্লাবে? এসব প্রশ্নের উত্তর মেলেনি। তবে বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্সের পর ফুটবল অনুরাগীদের আলোচনার নতুন খোরাক ঠিকই দিয়েছেন নেইমার। আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএনকে এই ব্রাজিলিয়ান তারকা বলেছেন, আগামী মৌসুমেই মেসির সঙ্গে খেলতে চান তিনি!

২০১৩ থেকে ২০১৭ ৪ বছর বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন মেসি- নেইমার। তবে মেসির সঙ্গে খেলার ইচ্ছার কথা বারবারই বলে আসছেন তিনি। গত মৌসুমে নু্য ক্যাম্পে আসতে চেষ্টার সবটাই করেছিলেন। যদিও দৃশ্যপটে পরিবর্তন এসেছে মেসি বার্সেলোনার সিদ্ধান্ত জানানোয়। বিষয়টি পরিষ্কার না করলেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জানিয়েছেন, সামনের বছরই তারা একসঙ্গে খেলতে চান এবং মেসির সঙ্গে মিলে সেটি সম্ভব করার মিশনে নামবেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাটেডের বিপক্ষে ৩-১ গোলে জেতার পথে দুইবার লক্ষ্যভেদ করা এই ব্রাজিল তারকা বলেছেন, 'আমি সবচেয়ে বেশি চাই তার (মেসি) সঙ্গে আবারও খেলার মজাটা নিতে। ও আমার ভূমিকাই নিতে পারে, এই বিষয়ে আমাদের কোনো সমস্যা নেই। অবশ্যই সামনের বছর আমরা এটা করব (একসঙ্গে খেলা)।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে