বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওয়ালটন জাতীয় মহিলা সফটবল শুরু ১৩ ডিসেম্বর

ক্রীড়া প্রতিবেদক
  ০৪ ডিসেম্বর ২০২০, ০০:০০
জাতীয় নারী সফটবল প্রতিযোগিতা উপলক্ষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন -সৌজন্য

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২য় ওয়ালটন জাতীয় মহিলা সফটবল চ্যাম্পিয়নশিপ আগামী ১৩-১৫ ডিসেম্বর ২০২০ ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় প্রথমবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও রানার্সআপ বাংলাদেশ পুলিশসহ ৮টি দল নকআউট ভিত্তিক খেলায় অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী অন্য দলগুলো হচ্ছে ঢাকা জেলা, এসকেএসপি সিরাজগঞ্জ, সোলায়মান এসসি, স্যান্ড এনজেল বেসবল-সফটবল ক্লাব, ডিসিসি বেসবল-সফটবল ক্লাব, সাউথ পয়েন্ট বেসবল-সফটবল ক্লাব।

জাতীয় নারী সফটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের তৃতীয় তলায় সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন বিষয় তুলে ধরেন বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রম্নপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, মিডিয়া পার্টনার এটিএন বাংলার ক্রীড়া সম্পাদক পরাগ আরমান, বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রশাসক মোবারক করিম লিটন বক্তব্য রাখেন। এছাড়া বেসবল-সফটবলের নির্বাহী সদস্য মো. সাব্বির হোসেন ও কোচ তালহা জুবায়ের উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে