টটেনহাম পরীক্ষায় নামছে লিভারপুল

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
টটেনহামের বিপক্ষে হেভিওয়েট ম্যাচ সামানে রেখে শুক্রবার সতীথের্দর সঙ্গে অনুশীলনে লিভারপুল সুপারস্টার মোহাম্মদ সালাহ। আজ ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল Ñওয়েবসাইট
টানা চার ম্যাচে চার জয়। ১৯৯০ সালের পর ইংলিশ প্রিমিয়ার লিগে এত ভালো শুরু এবারই প্রথম লিভারপুলের। ইয়ুগের্ন ক্লপের শিষ্যরা কি সংখ্যাটাকে পঁাচ বানাতে পারবে? সেটা করতে চাইলে আজ ওয়েম্বলিতে তাদের কঠিন পরীক্ষায় উত্তীণর্ হতে হবে। কারণ, প্রতিপক্ষ যে টটেনহাম হটস্পার! বছর-তিনেক ধরেই প্রিমিয়ার লিগে দারুণ খেলছে টটেনহাম। নিজেদের ডেরায় বরাবরই শক্তিশালী এক প্রতিপক্ষ তারা। যদিও সবের্শষ ম্যাচে ওয়াটফোডের্র কাছে হেরে গেছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। তবে ওই হার তাদের আত্মবিশ্বাসে কোনো চির ধরাতে পারবে না, লিভারপুলের বিপক্ষে পূণর্ তিন পয়েন্টের জন্যই লড়বে স্পাররা। হ্যারি কেন-ক্রিশ্চিয়ান এরিকসেনদের সেই সামথর্্য রয়েছে। কয়েকদিন আগেই ওল্ড ট্রাফোডের্ ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন তরা। লিভারপুলের বিপক্ষে টটেনহামের সাম্প্রতিক রেকডর্টাও ভালো। গত মৌসুমে দুই লেগে একটিতে জয় অপরটিতে ড্র করেছিল পচেত্তিনোর দল। অন্যদিকে, শীষর্ দলগুলোর বিপক্ষে গত মৌসুমটা বেশ বাজে কেটেছে লিভারপুলের। ওয়েম্বলিতেও রেকডর্টা তাদের বিপক্ষে। ২০১২ সালে এফএ কাপে এভারটনের বিপক্ষে জেতার পর এই মাঠে টানা চারটি হার দেখেছে অলরেডরা। সেই হিসেবে টটেনহাম ফেভারিট। তবে গতবারের চেয়ে এবারের লিভারপুল অনেক গুছানো ফুটবল খেলছে। চার ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে তারা। বোঝাই যাচ্ছে, রক্ষণ বেশ শক্তিশালী তাদের। অবশ্য, ওই চারটি ম্যাচে প্রতিপক্ষ তেমন বড় কোনো দল ছিল না। ফলে ক্লপ বাহিনীর শক্তিমত্তার আসল পরীক্ষা হয়ে যাবে আজ। প্রিমিয়ার লিগের অপর ম্যাচে চেলসি মুখোমুখি হচ্ছে কাডির্ফ সিটির। মাউরিসিও সারির অধীনে তারাও টানা চারটি ম্যাচ জিতেছে। শুধু গোল ব্যবধানে পিছিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে বøুজরা। মাঠে নামছে ম্যানচেস্টারের দুই ক্লাব সিটি আর ইউনাইটেড আর আসের্নালও। ইতিহাদ স্টেডিয়ামে পেপ গাদির্ওলার সিটির প্রতিপক্ষ ফুলহাম। হোসে মরিনহোর ম্যানইউ নামবে ওয়াটফোডের্র মাঠে। চলতি মৌসুমে বিস্ময়কর পারফরম্যান্স উপহার দিয়েছে ওয়াটফোডর্। টানা চারটি জয় তুলে নিয়েছে এই দলটি। টটেনহামের পর ম্যানইউ-বধে চোখ থাকবে তাদের। টানা দুই হার দিয়ে মৌসুম শুরু করা আসের্নাল দারুণভাবে ঘুরে দঁাড়িয়েছে পরের দুটি ম্যাচ জিতে। এবার উনাই এমেরি ব্রিগেডের সামনে নিউক্যাসল। এদিকে, স্প্যানিশ লা লিগায় নিজ নিজ ম্যাচে মাঠে নামছে বাসেের্লানা আর রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাসার্র প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। আনোয়েতায় অতীত রেকডর্ খুব একটা সুবিধার নয় বøুগ্রেনাদের। এই মাছে বারবরই ধুঁকতে হয় তাদের। কাজেই জয়ের জন্য নিজেদের সেরাটাই দিতে হবে মেসি-সুয়ারেজদের। হুলেন লোপেতেগির রিয়াল খেলবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। বাসার্র সমান তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে এখন লস-বøাঙ্কোসরা।