বোল্টকে নিয়ে আশাবাদী গোটজে

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
দৌড়বিদ থেকে ফুটবলার হওয়ার এক কঠিন চ্যালেঞ্জ নিয়েছেন কিংবদন্তি ক্রীড়াবিদ উসাইন বোল্ট। তার গতি আছে, তিনি দীঘের্দহী। তবে পেশাদার খেলোয়াড় হওয়ার জন্য শারীরিক সামথের্্যর পাশাপাশি ফুটবলীয় মেধাও থাকা প্রয়োজন। প্রাকৃতিকভাবে সেটা না থাকায় পরিশ্রমের মাধ্যমে স্কিল অজর্ন করতে চান বোল্ট। জামাির্নর বিশ্বকাপজয়ী তারকা মারিও গোটজেরও বিশ্বাস পরিপূণর্ ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এই দৌড়বিদ। বতর্মানে অস্ট্রেলিয়ার ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনাসের্ ট্রায়াল দিচ্ছেন জ্যামাইনকান বজ্রবিদ্যুত। ৩২ বছর বয়সী এই ক্রীড়াবিদ সম্পকের্ গোটজে বলেছেন, ‘আমি মনে করি বোল্ট পারবে। যদিও অস্ট্রেলিয়ান লিগ এবং দলগুলোর মান সম্পকের্ অবিহিত নই। কিন্তু সে একজন ক্রীড়াবিদ এবং ফুটবলে সফল হওয়ার জন্য সে গুণাবলি দরকার, মোটামুটি তার সবই আছে বোল্টের মধ্যে।’