সমালোচনায় পরিণত হয়ে উঠবে নেইমার!

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রাশিয়া বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে যতটা আলোচিত হয়েছেন, ফাউল আদায়ে অতি নাটকীয়তায় নেইমার সমালোচিত হয়েছে আরও বেশি। ব্রাজিলিয়ান তারকা অবশ্য এসবে কান দেননি। নিজের মুখেই বলেছেন কথাটা। একটা পযাের্য় এসে অভিনয়ের কথাও স্বীকার করেছেন। এরপরও সমালোচনা বন্ধ হয়নি। এতে অবশ্য কোনো সমস্যা দেখছেন না ক্লাব এবং জাতীয় দলে নেইমারের সতীথর্ দানি আলভেজ। তারকা এই ডিফেন্ডার মনে করছেন, সমালোচনা নেইমারকে আরও বেশি পরিণত করবে। গত বিশ্বকাপে ফাউলের শিকার হয়ে রেফারিদের সহানুভূতি পেতে নাটকের আশ্রয় নেন নেইমার। যে কারণে সমালোচনার মুখে পড়েন পিএসজির এই তারকা ফরোয়াডর্। যা তার জন্য সামনে চলার পথে শিক্ষণীয় হতে পারে বলে বিশ্বাস আলভেজের, ‘জীবনে কখনও কখনও এমন কিছু ঘটে যা আপনাকে পরিণত করে। আপনাকে উপলব্ধি করায় যে, পেশাদার হিসেবে আপনাকে আরও উন্নতি করতে হবে।’ চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিলের ম্যাচেও নেইমারের ডাইভিং নিয়ে হয়েছে সমালোচিত। এল সালভাদরের বিপক্ষে ডাইভ দেয়ায় হলুদ কাডর্ও দেখেছেন তিনি। যদিও ম্যাচ শেষে রেফারিকে একহাত নেন নেইমার। তারপরও সতীথর্ আলভেজকে পাশে পাচ্ছেন পিএসজির এ ফরোয়াডর্, ‘নেইমারের সঙ্গে ব্যাপারটি আমি অনেক কথা বলেছি। আমার মনে হয়, সে অভিজ্ঞতা অজর্ন করেছে। বিশ্বকাপ চলার সময়ে তার সমালোচনা তাকে আরও বেশি পরিণত করবে, আচরণ পরিবতের্ন সহায়তা করবে। আমি তাকে বলেছিÑ একজন-দুজন নয়, সবাই তোমাকে একই ব্যাপারে বললে বুঝতে হবে কোনো সমস্যা আছে। তখন বুঝতে হবে আপনি সঠিক কাজ করছেন না। তেমনটা হলে নিজেকে নতুন করে গড়ে তুলতে হবে।’