মাঠ থেকে হাসপাতালে তামিম

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
চোট নিয়েই খেলতে গিয়েছিলেন, শ্রীলংকার বিপক্ষে শনিবার খেলতে নেমে আবারও হাতে চোট পেয়েছেন তামিম ইকবাল। ওই চোটের কারণে মাঠ ছেড়ে হাসপাতাল পযর্ন্ত যেতে হয়েছে টাইগার ওপেনারকে। শনিবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নেন দলপতি মাশরাফি বিন মতুর্জা। লিটন কুমার দাসকে নিয়ে ইনিংসের সূচনায় নামেন তামিম। কিন্তু সুরঙ্গা লাকমলের করা ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে চোট পান বঁাহাতি ওপেনার। লাকমলের লাফিয়ে ওঠা বলটি পুল করতে চেয়েছিলেন তামিম। কিন্তু ব্যাটে বলে করতে পারেননি। সেটি গøাভসের ঠিক উপরে কবজিতে আঘাত হানে। ফিজিও ছুটে যান মাঠে। কিন্তু তামিম আর ব্যাটিং করার জন্য উপযুক্ত হতে পারেননি। মাঠ ছাড়েন তখনই। শেষ পযর্ন্ত মাঠ থেকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে যেতে হয় তাকে। ম্যাচে বাংলাদেশের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। লাসিথ মালিঙ্গার করা প্রথম ওভারেই ফিরে যান লিটন আর সাকিব আল হাসান। দুজনেই ফেরেন রানের খাতা না খুলেই। এরপর দ্বিতীয় ওভারে তামিমের রিটায়াডর্ হাডর্ হয়ে ফিরে যাওয়া বাংলাদেশের দুভোর্গ বাড়িয়েছে আরও। তবে মোহাম্মদ মিঠুনকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়েছেন চোট নিয়ে খেলতে নামা আরেক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।