মেসি-রোনালদো যখন এক দলে

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে একাদশে আছেন পেলে ও দিয়াগো ম্যারাডোনা। সেই সঙ্গে আছেন ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদো। যেকোনো দলকে গুঁড়িয়ে দেওয়ার মতো স্বপ্নের দল বেছে নিয়েছে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল। নিজেদের ওয়েবসাইটে সোমবার ব্যালন ডি'অর স্বপ্নের একাদশ প্রকাশ করে ফ্রান্স ফুটবল। ১৪০ জন সাংবাদিকের প্যানেল নির্বাচন করেছেন সেরাদের। আর এই স্বপ্নের একাদশে জায়গা পেয়ে ভীষণ খুশি ও গর্বিত বোধ করছেন মেসি-রোনালদো। ফ্রান্স ফুটবল আয়োজন করেছিল বিশ্বব্যাপী ভোটাভুটির। বিশ্বের সর্বকালের সেরা ফুটবল একাদশ কোনটা, সেটা জানতে ভোট চেয়েছিল সারা বিশ্বের ফুটবলভক্তদের কাছে। সে ভোটের ফলাফল এসেছে। ভক্তদের ভালোবাসা একই কাতারে এনে দাঁড় করিয়েছে মেসি-রোনালদো, পেলে-ম্যারাডোনাকে। সবাই একই সঙ্গে জায়গা পেয়েছেন স্বপ্নের একাদশে। আর এই স্বপ্নের দলের বাকি নায়কেরা হলেন- লেভ ইয়াশিন, কাফু, পাওলো মালদিনি, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জাভি হার্নান্দেজ ও লোথার ম্যাথাউস। ফ্রান্স ফুটবল একাদশটা সাজিয়েছে ৩-৪-৩ ছকে। মেসি-রোনালদো ও পেলে-ম্যারাডোনা ছাড়াও সেখানে আরও সাতজন মহাতারকার মিলনমেলা ঘটেছে। গোলবারে রাশিয়ার বিশ্বখ্যাত গোলরক্ষক লেভ ইয়াশিনের সামনে তিন ডিফেন্ডারের একজন হিসেবে জায়গা পেয়েছেন ব্রাজিলের বিশ্বজয়ী রাইটব্যাক কাফু। চুয়াত্তরের বিশ্বজয়ী জার্মান ডিফেন্ডার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও পাঁচবারের ইউরোপিয়ান কাপজয়ী ইতালিয়ান ডিফেন্ডার পাওলো মালদিনি জায়গা পেয়েছেন কাফুর পাশে।