বিলবাওয়ের মাঠে রিয়ালের হেঁাচট

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রিয়ালের সমতাসূচক গোলের পর ইসকো Ñওয়েবসাইট
বলা হচ্ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াও রিয়াল মাদ্রিদ শক্তিশালী। লা লিগার প্রথম তিন ম্যাচে পতুির্গজ তারকার অভাব সত্যিই বোধ হয়নি লস বøাঙ্কোস শিবিরে। শনিবার রাতে অ্যাথলেটিক বিলবাও প্রমাণ করে দিলÑ অপেক্ষাকৃত শক্তিশালী দলের বিপক্ষে রিয়ালকে বেশ ভুগতে হবে এবার। নিজেদের ডেরায় হুলেন লোপেতেগির শিষ্যদের কাছ থেকে এক পয়েন্ট কেড়ে নিয়েছে দলটি। একটা সময় ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল রিয়াল। স্প্যানিশ প্লেমেকার ইসকোর কল্যাণে শেষতক সম্মান নিয়ে ফিরতে পেরেছে তারা। জিনেদিন জিদানের বিদায়ের পর নতুন কোচ লোপেতেগির অধীনে এবার মৌসুম শুরু করেছে রিয়াল। টানা তিন জয়ে বতর্মান চ্যাম্পিয়ন বাসেের্লানার সঙ্গে সমান তালে এগিয়ে যাচ্ছিল তারা। শনিবার আনোয়েতায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও লুইস সুয়ারেজ আর উসমান ডেম্বেলের গোলে বাসার্ জয় তুলে নেয়। কিন্তু তাদের চিরপ্রতিদ্ব›দ্বী রিয়াল পারেনি। প্রতিপক্ষের ডেরায় প্রথমাধের্ বেশ ধুঁকতে দেখা যায় লোপেতেগি ব্রিগেডকে। মাঝ মাঠের সেরা অস্ত্র টনি ক্রুসকে শুরুতে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলিয়েছিলেন লোপেতেগি। কিন্তু সেন্ট্রাল মিডে খেলে অভ্যস্ত ক্রুস নতুন ভূমিকায় সুবিধা করে উঠতে পারেননি। এই অধের্ দুদার্ন্ত খেলেছে বিলবাও। পুরস্কারস্বরূপ ৩২ মিনিটের মাথায় এগিয়ে যায় দলটি। থিবো কুতোর্য়াকে ফঁাকি দিয়ে জালে বল জড়ান ইকার মুনিয়েইন। তবে দ্বিতীয়াধের্ কাসেমিরো নামার পর পুরনো পজিশনে চলে যান ক্রুস। এই অধের্ অপেক্ষাকৃত গোছানো ফুটবল উপহার দিয়েছে রিয়াল। গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৬৩ মিনিটে বিলবাও গোলরক্ষক উনাই সিমনকে পরাভূত করতে সক্ষম হন ইসকো। গ্যারেথ বেলের ক্রস থেকে রিয়ালকে সমতাসূচক গোল এনে দেন এই স্প্যানিয়াডর্। প্রথমাধের্ রিয়ালের গোলশূন্য থাকার অন্যতম কারণ ছিল এই সিমন। ২১ বছর বয়সী গোলরক্ষক দুদার্ন্ত দুটি সেভ করে রক্ষা করেছিলেন বিলবাওকে। সমতা ফেরানোর পর বাকি সময়ে আর গোলের দিশা পায়নি রিয়াল। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এতে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দুই নাম্বারে। টানা চার জয়ে শীষর্ স্থান অক্ষুণœ রেখেছ বাসার্। লোপেতেগির তাতে কোনো সমস্যা নেই। লিগ তো কেবল শুরু। কিন্তু আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে ম্যাচ আছে রিয়ালের। তার আগে এমন পারফরম্যান্সে নাখোশই হয়েছেন লোপেতেগি। ম্যাচ শেষে এই কোচ বলেছেন, ‘যতটুকু প্রয়োজন ততটুকু নিখঁুত ছিলাম না আমরা। আমরা তাদের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি, দ্বিতীয়াধের্ আমাদের পারফরম্যান্স তুলনামূলক ভালো ছিল। আমরা একটা গোলও পেলাম। তবে আমাদের আরও গোল করা উচিত ছিল।’