ভয় পেয়েছিলেন আকরাম-নাফিস

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এক হাতে ব্যান্ডেজ। ব্যাট ধরার উপায়ই নেই। তবুও তামিম ইকবাল ক্রিজে। দুবাইয়ে মাঠে বসে এই দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়েছিলেন দেশসেরা ওপেনারের চাচা এবং বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। ক্যারিয়ারটাই শেষ হয়ে যেতে পারত তামিমের। সেটা না ভেবে দেশের জন্য বঁাহাতি ওপেনারের এমন সাহসিকতায় গবির্তও আকরাম। ছোট ভাইয়ের জন্য গবর্ হচ্ছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবালেরও। স্টেডিয়ামের বাইরে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে আকরাম বলেন, ‘ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম। সত্যি এমন একটা ভালো জিনিস দেখতে পেয়েছি, যা দেখে বুক গবের্ ভরে উঠেছে। ব্যাট ধরতে না পেরেও শেষে গিয়ে ৩২ রানের জুটি, এটা পুরো ম্যাচের টানির্ং পয়েন্ট ছিল।’ একহাতে ব্যাটিংয়ে নামলেও এশিয়া কাপ শেষ হয়ে গেছে তামিমের। তার বিকল্প হিসেবে কাকে দলে নেয়া হচ্ছে, তা নিশ্চিত করতে পারেননি আকরাম। এদিকে, চোট নিয়েও দেশের প্রয়োজনে ব্যাটিং করার বীরোচিত সিদ্ধান্তের জন্য তামিমকে মনে রাখার অনুরোধ জানিয়েছেন তার বড় ভাই নাফিস, ‘আমি বাংলাদেশের সবাইকে অনুরোধ করব এই জিনিসটা যাতে মনে রাখে। এখন সবাই প্রশংসা করছে, হয়তো দুদিন পর মানুষ তাকে নিয়ে অন্যরকম মন্তব্য করতে পারে। ভাই হিসেবে আমি গবির্ত, দেশকে সে গবির্ত করেছে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবেও আমি গবির্ত। কিন্তু ওর যখন ইনজুরি হয় আমি খুবই আপসেট ছিলাম। আমি খুবই অবাক হইÑ গøাভস পরতে পারছে না, যেভাবে ব্যাটিং করেছে আঘাত লাগতে পারত।’