মারিয়াদের সামনে আজ বাহরাইন

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এএফসি অনূধ্বর্-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পবের্ নিজেদের প্রথম ম্যাচে আজ বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এই ম্যচ সামনে রেখে রোববার অনুশীলনে মারিয়া-অঁাখিরা
এএফসি অনূধ্বর্-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপবের্র ‘এফ’ গ্রæপের লড়াই শুরু হয়েছে দুদিন আগেই। তবে স্বাগতিক বাংলাদেশ তাদের মিশন শুরু করতে যাচ্ছে আজ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বাহরাইনের মুখোমুখি হবে মারিয়া মান্দার দল। একইদিনে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে লেবাননের মেয়েরা। এই লেবাননের কাছেই নিজেদের প্রথম ম্যাচে ৮-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাহরাইন। এতেই প্রমাণিত দলটির শক্তিমত্তা। যদিও বাহরাইনকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ, তবে জয়ের বিকল্পও ভাবছে না গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। দারুণ কিছু করেই নিজেদের শক্তিমত্তার জানান দিতে চান মারিয়া-অঁাখিরা। তারা বেশ আত্মবিশ্বাসী। ছোটন জানিয়েছেন এই আত্মবিশ্বাস এসেছে কঠোর অনুশীলন থেকে, ‘মেয়েরা কঠোর অনুশীলন করেছে, সে কারণেই তারা আত্মবিশ্বাসী।’ দুই বছর আগে এএফসি অনূধ্বর্-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নিজেদের গ্রæপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। খেলেছিল মূলপবের্। এবারও অভিন্ন লক্ষ্য লাল-সবুজের প্রতিনিধিদের। বাছাইপবের্ সেরা হয়ে ২০১৯ সালে থাইল্যান্ডে অনুষ্ঠেয় মূলপবের্ খেলার মিশন মারিয়া-অঁাখিদের। এজন্য গত ডিসেম্বর থেকে কঠোর অনুশীলনে নিজেদের প্রস্তুত করেছে তারা। কদিন আগে সাফ অনূধ্বর্-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশের মেয়েরা। সেই দলের অধিকাংশ খেলোয়ড়ই আছে এএফসি চ্যাম্পিয়নশিপের দলে। দলটা অনেকদিন ধরেই একসঙ্গে খেলছে, তাদের মধে বোঝাপড়াটাও বেশ ভালো। কিন্তু সাফের শিরোপা হারানোর ক্ষতটা এখনো বয়ে বেড়াচ্ছে তারা। এই আসরে ভালো কিছু করে কষ্টটা ভুলতে চায় ছোটনের শিষ্যরা। অনুশীলন পবর্ ভালো হওয়ার তৃপ্তি আছে মারিয়াদের। তার ওপর ঘরের মাঠে খেলা। আসরে প্রতিপক্ষ দলগুলো র‌্যাংকিংয়ে অনেকটা এগিয়ে থাকলেও অধিনায়ক মারিয়া আত্মবিশ্বাসী, ভালো কিছু করে দেখাবে তার দল। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমাদের ঘরের মাঠে খেলা। দশর্করা মাঠে এসে আমাদের উৎসাহ দেবে, এটুকুই চাওয়া। আমরা আমাদের সেরা খেলাটাই উপহার দেব।’ মোট ছয়টি গ্রæপে হচ্ছে আসরের বাছাই প্রক্রিয়া। প্রতি গ্রæপে পঁাচটি করে মোট ৩০ দেশ প্রতিদ্ব›িদ্বতা করছে। ছয় গ্রæপের ছয় চ্যাম্পিয়ন এবং সেরা দুই রানাসর্আপসহ মোট আট দল খেলবে দ্বিতীয় রাউন্ডে। এই আট দল থেকে সেরা চার দল খেলবে তৃতীয় এবং চ‚ড়ান্ত পবের্। এই পবের্ যোগ্যতা অজর্ন করা চার দলের সঙ্গে সরাসরি খেলবে আরও চার দলÑ থাইল্যান্ড, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া আর জাপান।