সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
চারদিনের ম্যাচের দলে আশরাফুল ক্রীড়া প্রতিবেদক ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমে রেকডর্ ৫ সেঞ্চুরি করেছেন, তবে ফিটনেস নিয়ে সমালোচনা এড়াতে পারেননি মোহাম্মদ আশরাফুল। সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ফিটনেস পরীক্ষায় ১১.৪ পয়েন্ট তুলে অবশ্য জবাব দিয়েছেন। আশরাফুলের সামনের চ্যালেঞ্জ আবারও ব্যাট হাতে জ্বলে উঠে জাতীয় দলে ফেরার রাস্তাটা প্রশস্ত করা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হাই-পারফরম্যান্স (এইচপি), ‘এ’ দল ও প্রথম শ্রেণির ক্রিকেটের সেরা পারফমার্রদের সমন্বয়ে একটি ম্যাচ হবে আগামী ১৯-২২ সেপ্টেম্বর। আয়োজক বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। সোমবার বিসিবি লাল ও সবুজ দলে ১৩ জন করে মোট ২৬ জনের নাম ঘোষণা করে বিসিবি। বিসিবি লাল দলে জায়গা পেয়েছেন আশরাফুল। ফিটনেসে উন্নতি হওয়ায় বিসিবির অধীনে চারদিনের ম্যাচটি খেলার সুযোগ পাচ্ছেন আশরাফুল। আশরাফুল ম্যাচটিকে সুযোগ হিসেবেই দেখছেন। ২০১৯ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেয়ার লক্ষ্য ধরে এগোনো এ ক্রিকেটার মনে করেছেন, পারফমর্ করলেই ডাক আসতে পারে জাতীয় দলে। সোমবার বিকেলে দলের সঙ্গে খুলনার উদ্দেশে রওনা হওয়ার আগে সবর্কনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান সে কথাই জানিয়ে গেছেন। বিসিবি লাল দল: মোহাম্মদ সাইফ হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ আশরাফুল, আফিফ হোসেন ধ্রæব, আল আমিন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, মাশার্ল আইয়ুব, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, তানবীর হায়দার খান, তাসকিন আহমেদ ও সানজামুল ইসলাম। বিসিবি সবুজ দল: ইমরুল কায়েস, মিজানুর রহমান, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নুরুল হাসান সোহান, শাদমান ইসলাম, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, মাহিদুল ইসলাম ভুইয়া অংকন, কামরুল ইসলাম রাব্বি, এবাদত হোসেন, জুবায়ের হোসেন লিখন, ইফতেখার সাজ্জাদ। গোলরক্ষকদের ‘মেসি’ ডি গিয়া ক্রীড়া ডেস্ক রাশিয়া বিশ্বকাপে শিশুসুলভ কিছু ভুল করায় সমালোচনার তীরে বিদ্ধ হয়েছিলেন স্পেনের গোলরক্ষক ডেভিড ডি গিয়া। প্রশ্ন উঠে গিয়েছিল তার যোগ্যতা নিয়েও। সবাই বেমালুম ভুলে গিয়েছিলেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ডি গিয়ার দুদার্ন্ত সব পারফরম্যান্স। তবে সবাই ভুললেও একজন ভোলেননি, ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি গোলরক্ষক বেন ফস্টার। শনিবার ডি গিয়ার অসাধারণ নৈপুণ্যে দুই ম্যাচ পর ওয়াটফোডের্র বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ম্যানইউ। ম্যাচে ডি গিয়ার পারফরম্যান্স দেখে অভিভূত হয়েছেন ফস্টার। ডি গিয়াকে তিনি আখ্যা দিয়েছেন ‘গোলরক্ষদের মেসি’ হিসেবে। বিশ্বফুটবলে আজের্ন্টাইন তারকা লিওনেল মেসির দাপট যতটা, গোলরক্ষকদের মধ্যে ডি গিয়ার দাপটও ঠিক ততটাই মনে করছেন ফস্টার। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘গোলরক্ষকদের মেসি হলেন ডি গিয়া। সে গত কয়েক বছর ধরেই বিশ্বের সেরা গোলরক্ষক। বতর্মানে সে অসাধারণের চেয়েও বেশি। ম্যাচের গুরুত্বপূণর্ মুহূতের্ তার দুদার্ন্ত কিছু সেভ অনেকটা শ্বাসরুদ্ধকর। সে এই কাজগুলো এমনভাবে করে যেন এটা তার নিত্যদিনের কাজ। অসাধারণ সব সেভ করেন। সে এমনভাবে উঠে দঁাড়ায় যেন এ আর এমন কি!’ তৃতীয়বারের মতো সিপিএল চ্যাম্পিয়ন ত্রিনবাগো ক্রীড়া ডেস্ক টুনাের্মন্টের শুরু থেকেই ফেভারিটের মতো খেলেছে ত্রিনবাগো নাইট রাইডাসর্। সোমবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনাল ম্যাচেও সেই ধারা বজায় থাকল। গায়ানা অ্যামাজন ওয়ারিয়সের্ক ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো সিপিএল শিরোপা জিতে নিয়েছে ত্রিনবাগো। ঘরের মাঠ ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় ত্রিনবাগো। খ্যারি পিয়েরে ও ডুয়াইন ব্রাভোর নিয়ন্ত্রিত বোলিংয়ে নিধাির্রত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান করতে সক্ষম হয় গায়ানা। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ১৫ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পেঁৗছায় ত্রিনবাগো। আগে ব্যাট করতে নামা গায়ানার পক্ষে সবোর্চ্চ ৪৪ রানের ইনিংস খেলেন লুক রঞ্চি। ৬ চার ও ১ ছক্কার মারে ৩৫ বল থেকে এ রান করেন তিনি। এছাড়া জেসন মোহাম্মদ ২৪ ও শিমরন হেটমায়ারের ব্যাট থেকে আসে ১৫ রান। ত্রিনবাগোর পক্ষে ২৯ রান খরচায় ৩ উইকেট নেন পিয়েরে, ডুয়াইন ব্রাভো নেন ২টি উইকেট। পরে রান তাড়া করতে নেমে কলিন মুনরোর ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় পায় আগেই দুবার সিপিএল শিরোপা জেতা ত্রিনবাগো। অপরাজিত ইনিংসে ৬ চার ও ৩ ছক্কার মারে ৩৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন মুনরো।