মেসি-রোনালদোর কাতারে গ্রিজম্যান!

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। গত বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা জেতানো স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের সেরা তারকা অঁাতোয়ান গ্রিজম্যান দাবি করেন, ফুটবলের এই বতর্মান সময়ে মেসি-রোনালদোর লেভেলে খেলছেন তিনি। আজের্ন্টাইন আর পতুির্গজ তারকা দুজনই পঁাচবার করে ব্যালন ডি অর জিতলেও তাদের ছায়া হয়ে থাকতে হয়েছে গ্রিজম্যানকে। ফরাসি তারকার মতে, ক্লাবের এবং দেশের জাসিের্ত জেতা শিরোপাগুলো মেসি-রোনালদোর কাতারে তাকে নিয়ে এসেছে। স্প্যানিশ সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ‘কেউ যদি আমাকে প্রশ্ন করে বতর্মান সময়ের সেরা দুই ফুটবলার মেসি-রোনালদোর সমকক্ষ হয়েছি কিনা, এমন প্রশ্নের জবাবে বলব হ্যঁা, আমি তাদের লেভেলে খেলছি। আমি বিশ্বাস করি, মেসি-রোনালদোর মতোই আমি পারফরম্যান্স করে যাচ্ছি। কারণ ক্যামেরার সব আলো এখন আমার দিকেও পড়ছে।’ ব্যালন ডি অর কিংবা বিশ্বসেরা পুরস্কারের তালিকায় গ্রিজম্যান ছিলেন, থাকবেন। এই তালিকায় রাখা হয় পিএসজির ব্রাজিল তারকা নেইমার আর গ্রিজম্যানের জাতীয় দল সতীথর্ কিলিয়ান এমবাপেকে। এ প্রসঙ্গে গ্রিজম্যান বলেছেন, ‘এখন ফুটবলের মঞ্চে আরও অনেক বিশ্বসেরারা খেলছে। নেইমার-এমবাপেরা দারুণ ফুটবল খেলছে। কিন্তু আমি একটু ভিন্ন ধরনের খেলোয়াড়। আর আমি জানি, কীভাবে নিজেকে আরও ওপরের দিকে নিতে হয়। তাই আমি নিজের খেলায় আরও উন্নতি করে যাচ্ছি।’ রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে এমবাপে-গ্রিজম্যানদের দল ফ্রান্স। সেটি নিয়েও কথা বলেছেন গ্রিজম্যান, ‘আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি, ১৯৯৮ সালে আমার দেশ শিরোপা জিতেছে। ফুটবলে আসার পর দেশকে আরেকটি বিশ্বকাপ জেতানোর ইচ্ছে ছিল। কিশোর বয়সের সেই ইচ্ছে পূরণ করেছি। ক্লাব ক্যারিয়ারে তেমনি ইচ্ছে ছিল, আমি ক্লাব ক্যারিয়ারে ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছি। আমি আরও শিরোপা জিততে চাই।’ যদিও ফিফার বষের্সরা ফুটবলারের সংক্ষিপ্ত তিনজনের তালিকায় নেই মেসি-গ্রিজম্যান। রোনালদোর সঙ্গী হয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ এবং লিভারপুলের মিসরীয় কিং মোহাম্মদ সালাহ। এই তালিকায় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কোনো ফুটবলার সুযোগ না পাওয়ায় ভীষণ চটেছেন গ্রিজম্যান, ‘ফিফার বেস্ট অ্যাওয়াডের্ কোনো ফরাসি ফুটবলার নেই। এটা খুবই হতাশার যে আমার মতো এমবাপে, রাফায়েল ভারানে, পল পগবা কিংবা এনগোলো কান্তের মতো খেলোয়াড়রা নেই। অথচ রাশিয়া বিশ্বকাপে আমরা দুদার্ন্ত খেলেছি। ব্যালন ডি অর সব সময়ই আমাকে অনুপ্রাণিত করে আর তাই আমি এটা জিততে চাই খুব শিগগিরই।’