চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চ শুরু আজ

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই মুখোমুখি হতে হচ্ছে লিভারপুলের মতো ক্লাবের, সেটাও আবার লিভারপুলেরই মাঠ আনফিল্ডে। এরপরও দুই তারকা নেইমার আর কিলিয়ান এমবাপের এমন খোশমেজাজে থাকা ফরাসি ক্লাব পিএসজির জন্য ভালো কিছুরই ইঙ্গিত Ñওয়েবসাইট
রুপালি ট্রফিটা উঁচিয়ে উৎসব করছে রিয়াল মাদ্রিদ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিগত তিন আসরে এ দৃশ্যটাই দেখেছে ফুটবলবিশ্ব। এবার কি দৃশ্যপটে বদল আসবে? কোটি টাকার এই প্রশ্নটা সামনে রেখেই আজ থেকে মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল শ্রেষ্ঠত্বের আসরটি। রিয়ালের শিরোপা উৎসবÑ শেষবার খুব কাছ থেকে দৃশ্যটা দেখেছে লিভারপুল, গত মে মাসে কিয়েভের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ যে ছিল ইংলিশ ক্লাবটিই। প্রায় ৪ মাস ধরে হতাশাটা বয়ে বেড়াচ্ছে তারা। আরও কতদিন বইতে হবে কে জানে! তবে একটা বিষয় কিন্তু সবারই জানাÑ হতাশা ভোলার জন্য লিভারপুল চোখ রাখছে আগামী বছরের ১ জুন মাদ্রিদের মেট্রোপলিটানোতে! এই স্টেডিয়ামেই হবে এবারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার নিষ্পত্তি, অথার্ৎ ফাইনাল। স্বপ্ন পূরণের জন্য ওই ফাইনালে নাম লেখাতে আট মাসের সুদীঘর্ এবং কঠিন পথ পেরোতে হবে লিভারপুলকে। পথ কতটা কঠিন হবে তার একটা আভাস আজ নিজেদের মাঠ আনফিল্ডেই পেয়ে যাবে ইয়ুগের্ন ক্লপের দল। প্রতিপক্ষ যখন সময়ের অন্যতম সেরা ক্লাব প্যারিস সেইন্ট জামের্ই (পিএসজি), লিভারপুল কেন, কোনো দলের জন্য লড়াইটা সহজ হতো না। যে দলে নেইমার, কিলিয়ান এমবাপে, এডিনসন কাভানিদের মতো তারকারা খেলেন, তারা সহজ প্রতিপক্ষ হয়ইবা কি করে? মোহাম্মদ সালাহ, সাদিও মানে আর রবাতোর্ ফিরমিনোর মতো অস্ত্র আছে লিভারপুলের ঝুলিতেও। গত মৌসুমে এই ত্রয়ী মাতিয়েছে ইউরোপ। এবারও শুরুটা খারাপ করেনি। তাদের নৈপুণ্যেই ১৯৯০-৯১ মৌসুমের পর এবারই প্রথম ইংলিশ প্রিমিয়ারে প্রথম পঁাচ ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। শনিবার যার শেষটি এসেছে টটেনহামের বিপক্ষে। অথার্ৎ গত মৌসুমের ছন্দটা ধরে রাখা অলরেডদের প্রস্তুতিটা হয়েছে দুদার্ন্ত। দুদার্ন্ত হয়েছে পিএসজির প্রস্তুতিও, এবারের ফরাসি লিগ ওয়ানে নিজেদের প্রথম পঁাচ ম্যাচে জয় তুলে নিয়েছে টমাস টুখেলের দল। আনফিল্ডে ‘সি’ গ্রæপের লড়াইটা তাই সেয়ানে সেয়ানেই হচ্ছে। যদিও স্বাগতিক হওয়ায় সেই লড়াইয়ে লিভারপুলকেই কিছুটা এগিয়ে রাখছেন পিএসজির ইতালিয়ান তারকা ভেরাত্তি। নিষেধাজ্ঞায় থাকা এই মিডফিল্ডার সতীথের্দর সতকর্বাতার্ দিয়ে বলেছেন, ‘লিভারপুলের (মুখোমুখি হওয়ার) আগে আমরা আমাদের সব ম্যাচই জিতেছি, এটা ভালো। তবে লিভারপুল হয়তো অন্যরকম হবে। তারা এমন দল, যারা ঘরের মাঠে খুব ভালো খেলে। চ্যাম্পিয়ন্স লিগে তাদের অভিজ্ঞতা আছে এবং শেষ মৌসুমে তারা ফাইনাল খেলেছে।’ দারুণ এক দল নিয়েও পিএসজি সেখানে কোয়াটার্র ফাইনালের গÐি পেরোতে পারেনি। ওই ব্যথর্তার কারণেই উনাই এমেরিকে সরিয়ে কোচের চেয়ারে টুখেলকে বসিয়েছেন ক্লাবটির কাতারি মালিক নাসের আল খেলাইফি। তার প্রত্যাশ টুখেল কাক্সিক্ষত সাফল্য এনে দেবেন পিএসজিকে। কিন্তু ‘সি’ গ্রæপটা যে মৃত্যুক‚প। পিএসজি আর লিভারপুলের সঙ্গে এই গ্রæপে আছে নাপোলিও। ইতালিয়ান ক্লাবটি আজ রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে। ‘বি’ গ্রæপে থাকা বাসেের্লানা আজ মিশন শুরু করছে পিএসভির বিপক্ষে ম্যাচ দিয়ে। লা লিগায় ছন্দময় ফুটবলই উপহার দিয়ে চলেছেন লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা। এবার ফিলিপ কুতিনহোর সাভির্সও পাবে আনেের্স্তা ভালভাদের্র দল। সব মিলিয়ে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ভালো শুরুর আশায় কাতালানরা। লিগে নিজেদের শেষ ম্যাচে লিভারপুলের কাছে হারের হতাশা ভুলে ভালো শুরু চাইছে মাউরিসিও পচেত্তিনোর টটেনহামও। নিজেদের চাওয়া পুরণে আজ স্বাগতিক ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা। হ্যারি কেন-ডেলে আলিদের টটেনহামের সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। লিগে নিজেদের শেষ ম্যাচে অপেক্ষাকৃত দুবর্ল প্রতিপক্ষ তুলুসের সঙ্গে ড্র করা মোনাকোর সামনেও কঠিন চ্যালেঞ্জ। ‘এ’ গ্রæপে আজ তাদের প্রতিপক্ষ ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচটি হবে অ্যাটলেটিকোর মাঠ মেট্রোপলিটানোতে। এই মাঠেই হবে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। শুরুর মতো শেষটাতেও ঘরের মাঠে থাকতে চাইবেন আতোয়ান গ্রিজম্যান-ডিয়েগো কস্তারা।