উরুগুয়েকে নিয়ে উদ্বিগ্ন নয় পতুর্গাল

প্রকাশ | ৩০ জুন ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আজ বিশ্বকাপের কোয়াটার্র ফাইনাল নিশ্চিত করার ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে ইউরো চ্যাম্পিয়ন পতুর্গাল। ময়দানি লড়াইয়ে নামার আগে অনুশীলনে সতীথের্দর সঙ্গে দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো Ñওয়েবসাইট
জানেন কি? রাশিয়া বিশ্বকাপে এখন পযর্ন্ত একটি দল কোনো গোল হজম করেনি। সেই দলটি আর কেউ নয়- দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। তাদের সুদৃঢ় রক্ষণভাগ প্রতিপক্ষের মাথাব্যথার কারণ। রয়েছে কাযর্করি আক্রমণভাগও, লুইস সুয়ারেজ আর এডিনসন কাভানির নেতৃত্বে পরিচালিত হচ্ছে যা। এমন ভারসাম্যপূণর্ দলের বিপক্ষেই আজ শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছে পতুর্গাল। উরুগুইয়ানদের শক্তি কি একটু হলেও ভাবাচ্ছে না ইউরোজয়ীদের? দলের রক্ষণভাগের খেলোয়াড় সেড্রিক সোয়ারেস জানিয়েছেন, লে সেলেস্তেদের সমীহ করছেন তারা। তবে ভয়ের কোনো কারণ দেখছেন না তিনি। পতুর্গাল দলে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ইতিহাসসেরা ফুটবলারদের একজন। গ্রæপ পবের্ এক হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন যিনি। হাতে এমন অস্ত্র থাকতে এত চিন্তা কিসের? সব মিলিয়ে পতুর্গালের দলটাও মন্দ না। খেলা সুন্দর হোক আর না হোক বছর দুয়েক আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে তারা। আর সাম্প্রতিক সময়ে হার কি জিনিস সে তো ভুলেই গেছে দলটি। সোয়ারেস তাই নিজেদের সামথের্্যর ওপর ভরসা রেখে লড়াইয়ে নেমে পড়তে আহŸান জানিয়েছেন সতীথের্দর, ‘কোনো সন্দেহ নেই, উরুগুয়ের ভাÐারে চমৎকার কিছু ফুটবলার রয়েছে। তাদের দলটাও দারুণ। তারা দুবারের বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু আমরাও নিজস্ব অস্ত্রে সমৃদ্ধ। আমরা ইউরো চ্যাম্পিয়ন। ইতোমধ্যেই বেশ কয়েকবার নিজেদের শক্তি-সামথের্্যর জানান দিয়েছি। আমাদের নিজেদের ওপর ভরসা রাখতে হবে।’ বিশ্বকাপে টিকে থাকতে আজ জয়ই একমাত্র পথ পতুর্গালের। ম্যাচটাকে তাই ফাইনালের মতো গুরুত্ব দিচ্ছে দলটি। সোয়ারেস জানিয়েছেন, গ্রæপ পবের্ তাদের পারফরম্যান্স যেমনই হোক না কেন শেষ ষোলোতে ‘নিখঁুত’ রাখার চেষ্টা করবেন। আক্রমণের ধার বাড়ানোর পাশাপাশি রক্ষণেও বাড়তি মনোযোগ থাকবে সবার। যাতে কোনোভাবেই সুয়ারেজ-কাভানিরা ভেতরে ঢুকতে না পারেন, ‘আমরা এখন শেষ ষোলোতে। এখন থেকে প্রতিটি ম্যাচই আমাদের জন্য ফাইনাল। আমাদের বলের পিছু ছুটতে হবে। প্রতিটি বলকেই বিপজ্জনক মনে করতে হবে, সতকর্ থাকতে হবে সব সময়। উরুগুয়ের বিপক্ষে ম্যাচের প্রতিটি মুহূতর্ এভাবেই মোকাবেলা করতে যাচ্ছি আমরা।’ গ্রæপ পবের্র কোনো ম্যাচে গোল সহজ করেনি উরুগুয়ে। গ্রæপ পবর্ কী, ২০১৮ সালে খেলা সবগুলো ম্যাচেই ক্লিনশিট রেখে মাঠ ছেড়েছে অস্কার তাবারেজের শিষ্যরা। বিষয়টি পতুির্গজ কোচ ফানাের্ন্দা সান্তোসকে ভাবাচ্ছে। তাছাড়া আন্তজাির্তক ফুটবলে সবচেয়ে দীঘের্ময়াদি ম্যানেজার তাবারেজ। তার অধীনে ২০১০ সালে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে উরুগুয়ে, জিতেছে পরের বছর অনুষ্ঠিত কোপা আমেরিকার শিরোপা। খেলোয়াড়দের সঙ্গে তাবারেজের বুঝাপড়া বেশ চমৎকার। সেদিকে ইঙ্গিত করেই সান্তোস বলেছেন, ‘তারা ক্লাসিক দক্ষিণ আমেরিকান দল। তারা শুধু বিশ্বকাপেই নয়, ২০১৮ সালে কোনো ম্যাচে গোল হজম করেনি তারা। অস্কার তাবারেজ আন্তজাির্তক ফুটবলে সবচেয়ে দীঘর্স্থায়ী কোচ। যার মানে হলো, খেলোয়াড়দের সঙ্গে তার চমৎকার সম্পকর্ রয়েছে।’ সেই চমৎকার সম্পকের্র ফল যেন মিষ্টি হয় সোচিতে আজ সেটাই চাইবে উরুগুয়ে। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে একবারই ইউরোপিয়ান প্রতিপক্ষ পেয়েছিল লে সেলেস্তেরা- ১৯৯০ সালের আসরে ইতালিকে। সেবার ২-০ ব্যবধানে পরাজিত হয়েছিল উরুগুয়ে। দলটির কোচ কে ছিলেন তখন? তাবারেজ। এবার ওই আক্ষেপটা নিশ্চয়ই ঘুচাতে চাইবেন তিনি।