পাকিস্তানকে এগিয়ে রাখছেন আকরাম

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ওয়াসিম আকরাম
ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই টানটান উত্তেজনা। দুই দলই থাকে প্রচÐ স্নায়ুচাপে। এশিয়া কাপের চলতি আসরে দুই দল একই গ্রæপে পড়ায় আজ বুধবার গ্রæপপবের্ই দেখা হয়ে যাচ্ছে দুই চিরপ্রতিদ্ব›দ্বীর। উত্তেজনার এই ম্যাচটিতে কোহলিবিহীন ভারতের বিপক্ষে পাকিস্তানি বোলাররাই এগিয়ে থাকবেন বলে মনে করেন কিংবদন্তি সুইং বোলার ওয়াসিম আকরাম। এবারের আসরের অন্যতম ফেভারিট দল পাকিস্তান। প্রতিপক্ষ ভারত শিবিরে কোহলির অনুপস্থিতি পাকিস্তানি বোলারদের মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকবে বলে মনে করছেন তিনি। তার মতে, ভারতীয় দল সব সময় বিশেষ বিশেষ কিছু খেলোয়াড়ের ওপর নিভর্রশীল থাকে। নিজের সময়ের অভিজ্ঞতার কথা জানিয়ে পাকিস্তানের হয়ে ৪১৪ টেস্ট উইকেটের মালিক বলেছেন, ‘কাগজে কলমে ভারত এশিয়া কাপের ফেভারিট দল। বিরাট কোহলির অনুপস্থিতিতেও তারা ফেভারিট। কিন্তু ইনজুরি বা অন্যকোনো কারণে যদি শচিন টেন্ডুলকার পাকিস্তানের বিপক্ষে খেলত না, ওই সময় বোলার হিসেবে আমার আত্মবিশ্বাস আরও বেড়ে যেত। কারণ ভারতীয় দল গাভাস্কার, শচিন, আজহারউদ্দিনদের মতো খেলোয়াড়ের ওপর অনেকটাই নিভর্রশীল ছিল।’ বিরাট কোহলি দলে না থাকায় সেই সুবিধা পাকিস্তান দলের বতর্মান বোলাররাও পাবে বলে যুক্তি আকরামের, ‘বতর্মানে পাকিস্তান দলও এই সুবিধা পাবে। কারণ কোহলি দলে নেই। যদিও ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ খুবই ভালো। তাদের দলে অনেক ভালোমানের ব্যাটসম্যান রয়েছে। তারপরও আমি মনে করি, কোহলি না থাকার কারণে পাকিস্তানি বোলাররা মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকবে।’ কোহলিকে বিশ্রাম দেয়ায় অনেকেই ভারতের শক্তি নিয়ে ভিন্নভাবে ভাবছেন। তবে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ মনে করছেন তাতে ব্যবধানে হেরফের হবে না মোটেও, ‘এ নিয়ে কোনো সন্দেহ নেই কোহলি ওদের নিয়মিত অধিনায়ক এবং বিশ্বমানের একজন ব্যাটসম্যান। তবে কোহলি ছাড়াও ভারত শক্তিশালী একটি দল। ওদের ব্যাটিং লাইনআপ খুবই শক্তিশালী। তাই সব মিলিয়ে বলতে পারি দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে।’ আজ বুধবার চিরপ্রতিদ্ব›দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলবে বতর্মান চ্যাম্পিয়ন ভারত। আর এই ম্যাচটি ঘিরে আগে থেকেই উত্তেজনার রেণু ভেসে বেরাচ্ছে বাতাসে। তবে পাকিস্তান অধিনায়ক মনে করছেন চিরপ্রতিদ্ব›িদ্বতার চেয়ে এশিয়া কাপ এর চেয়েও বেশি কিছু। সরফরাজ আহমেদ পাতিস্তান-ভারত ম্যাচটিকে ঘিরে চ্যাম্পিয়নস ট্রফিকে প্রেরণা হিসেবে নিচ্ছেন না। তিনি মনে করেন, ‘আমাদের মনে চ্যাম্পিয়নস ট্রফির কোনো ছাপ থাকবে না। সেটা এক বছর আগের বিষয়। তাই মাঠে নামলে আমরা নতুন কৌশল আর প্রবল উৎসাহ নিয়ে নামব।’