টানা চারে চোখ রেখে নামছে রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আজ ইতালিয়ান ক্লাব রোমার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তার আগে অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে মদ্রিচ বেনজমাদের Ñওয়েবসাইট

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মিলান, কাডির্ফ আর কিয়েভ; দেখেছে একই দৃশ্যের পুনঃমঞ্চায়নÑচ্যাম্পিয়ন্স লিগের ট্রফি নিয়ে উৎসব করছে রিয়াল মাদ্রিদ। এবার মাদ্রিদের মেট্রোপলিটানোতেও ওই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাতে চায় স্প্যানিশ জায়ান্টরা। টানা চতুথর্ শিরোপায় চোখ রেখে এবারের চ্যাম্পিয়ন্স লিগ শুরু করতে যাচ্ছে তারা। ঘরের মাঠ সান্থিয়াগো বানার্ব্যুতে ‘জি’ গ্রæপের ম্যাচে তাদের প্রতিপক্ষ সিরি’আর দল এএস রোমা। সেই রোমা, গত চ্যাম্পিয়ন্স লিগের কোয়াটার্র ফাইনাল থেকে যারা বিদায় করে দিয়েছিল বাসেের্লানাকে। সাম্প্রতিক সময়ে দুদার্ন্ত ফুটবল খেলছে দলটি। তাদের বিপক্ষে আজ তাই কঠিন পরীক্ষা দিতে হবে রিয়ালকে। টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে আসরের সবথেকে সফল ক্লাব রিয়াল গড়েছে নতুন ইতিহাস। ওই তিন জয়ের নেপথ্যে ছিলেন একজন জিনেদিন জিদান, এবার তিনি নেই। তার জায়গা নিয়েছেন হুলেন লোপেতেগি। রোমার বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের ডাগআউটে অভিষেক হচ্ছে তার। কিন্তু কথা হচ্ছেÑ জিদানের জায়গায় না হয় লোপেতেগিকে দিয়ে কাজ চালাবে রিয়াল, ক্রিশ্চিয়ানো রোনালদোর অভাবটা পূরণ করবে কে? রিয়াল আগের তিনবার শিরোপা ঘরে তুলেছে, তা তো পতুির্গজ যুবরাজের দুদার্ন্ত পারফরম্যান্সেই। গ্যারেথ বেল-করিম বেনজেমা, মাকোর্ আসেনসিও আর ইসকোদের মতো অস্ত্রো আছে লোপেতেগির ঝুলিতে। কিন্তু সময়ের অন্যতম সেরা খেলোয়াড় রোনালদোর অভাব তারা পূরণ করতে পারবেন তো? প্রশ্নটা উঠছে বিভিন্ন মহল থেকে। রিয়াল শিবির কিন্তু কোনো সমস্যা দেখছে না। পিএসজির ব্রালিয়ান ডিফেন্ডার দানি আলভেজ তো বলে দিলেন, রোনালদোকে ছাড়া আরও ভয়ঙ্কর হয়ে উঠবে রিয়াল, ‘ক্রিশ্চিয়ানোকে ছাড়া আরও দলবদ্ধ হবে রিয়াল। তাই তারা আগের তুলনায় আরও কঠিন হবে।’ তাহলে রোনালদোকে নিজেদের শিবিরে পেয়ে জুভেন্টাস কেমন হয়ে উঠবে? রিয়াল ছেড়ে এই মৌসুমেই ইতালিয়ান ক্লাবটিতে যোগ দিয়েছেন রোনালদো। তাকে নিয়েই আজ ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে নামবে তুরিনের বুড়িরা। নতুন ক্লাবে যোগ দেয়ার পর সিরি’আয় তিন ম্যাচ গোল পাননি সিআর সেভেন। তাতে যে সমালোচনা শুরু হয়েছিল, চতুথর্ ম্যাচে সাসুলোর বিপক্ষে জোড়া গোলে সেটা থামিয়ে দিয়েছেন। এখন চ্যাম্পিয়ন্স লিগ রাঙানোর অপেক্ষায় আসরের সবোর্চ্চ গোলস্কোরার। বলা হয়, চ্যাম্পিয়ন্স লিগ রোনালদোর টুনাের্মন্ট। আসরটি তার সেরাটা বের করে আনে। জুভেন্টাসও এখন ওই সেরাটা দেখার অপেক্ষায়। এবার শিরোপায় চোখ রাখছে ইতালিয়ান ক্লাবটি, সেই স্বপ্ন পূরণে রোনালদোই তাদের মূল অস্ত্রো। পাওলো দিবালা, মারিও মানজুকিচরা তো আছেনই। একই দিনে মাঠে নামবে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ অলিম্পিক লিও। তাদের নগরপ্রতিদ্ব›দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে ইয়ং বয়েজের মাঠে। সাবেক চ্যাম্পিয়ন বায়ানর্ মিউনিখও অভিযান শুরু করতে যাচ্ছে আজ। তাদের প্রতিপক্ষ স্বাগতিক বেনফিকা।