রোমাঞ্চকর জয় লিভারপুলের

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সতীথের্দর সঙ্গে রবাতোর্ ফিরমিনোর উদযাপন (ডানে)। ম্যাচের অন্তিম মুহ‚তের্ তার করা গোলেই মঙ্গলবার রাতে শক্তিধর পিএসজিকে হারিয়েছে লিভারপুল Ñওয়েবসাইট
চোখে সংক্রমণ ছিল, তাই শঙ্কা ছিল রবাতোর্ ফিরমিনোর মাঠে নামা নিয়েও। স্বাভাবিক কারণেই কোচ ইয়ুগের্ন ক্লপ তাকে রেখেছিলেন সেরা একাদশের বাইরে। তবে ম্যাচের মিনিট দশেক বাকি থাকতে ব্রাজিলিয়ান ফরোয়াডের্ক মাঠে নামিয়ে দিলেন লিভারপুল কোচ। অল্পক্ষণের উপস্থিতিতেই তিনি গড়ে দিলেন ব্যবধান। ম্যাচের অন্তিম মুহ‚তের্ তার গোলেই নেইমার-এমবাপে-কাভানিদের নিয়ে গড়া শক্তিশালী প্যারিস সেন্ট জামের্ইয়ের (পিএসজি) বিপক্ষে রোমাঞ্চকর এক জয়ে চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করেছে লিভারপুল। ঘরের মাঠ আনফিল্ডে অলরেডরা জিতেছে ৩-২ গোলে। আনফিল্ডের ম্যাচটি যে বারুদে উত্তেজনা ছড়াবে, তার আচ আগে থেকেই পাওয়া গিয়েছিল। লিভারপুল-পিএসজি ম্যাচ বলে কথা! চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী দিনের এই ম্যাচের পরতে পরতে ছড়িয়ে থাকলো উত্তেজনা। শুরুতে দুই গোলে পিছিয়ে যাওয়া এবং শেষ দিকে সমতায় ফেরার আনন্দ থাকল পিএসজি শিবিরে। অন্যদিকে, শেষ মুহূতের্র গোলে প্রতিপক্ষের সেই আনন্দ মাটি করে দিয়ে লিভারপুল করল জয়োৎসব। এর সবকিছুই জমজমাট এক চ্যাম্পিয়ন্স লিগের আভাস দিয়ে রাখল। ড্যানিয়েল স্টারিজ আর জেমস মিলনারের গোলে ম্যাচের ৩৬ মিনিটের মধ্যে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে ২ গোলের লিড নেয় গত আসরের রানারআপ লিভারপুল। পিছিয়ে পড়া পিএসজি খেলায় ফেরার ইঙ্গিত দেয় মিনিট চারেক পরই, যখন থমাস মুনিয়ের একটি গোল শোধ দেন। এরপর থেকে সমতায় ফিরতে নিজেদের সেরাটা দিয়েই লড়ে গেছে পিএসজি। শেষমেষ ৮৩ মিনিটে ত্রাতা হিসেবে আবিভূর্ত হন বিশ্বকাপে আলো ছড়ানো কিলিয়ান এমবাপে। নেইমারের পাস ধরে গোল করে পিএসজিকে সমতায় ফেরান তিনি (২-২)। এরপর নিশ্চিত ড্রয়ের পথে এগিয়ে যাওয়া ম্যাচে ফিরমিনোর ঝলক। তার গোলে পূণর্ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে লিভারপুল। উদ্বোধনী দিনে একই সময়ে মাঠে নেমেছিল আরেক ইংলিশ ক্লাব টটেনহাম। তবে প্রতিপক্ষ ইন্টার মিলানের মাঠ সান সিরোতে ২-১ গোলের পরাজয়ই সঙ্গী হয়েছে তাদের। সেটাও শেষ মুহ‚তের্র গোলে। অথচ ৫৩ মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসেনের লক্ষ্যভেদে শুরুতে লিড নিয়েছিল টটেনহামই। তবে ৮৫ মিনিটে মাউরো ইকাদির্র গোলে সমতা ফেরানোর পর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে ইতালিয়ান ক্লাবটি জয় নিশ্চিত করে মাতিয়াস ভিসিনোর গোলে। এদিকে ডিয়েগো কস্তা আর হোসে গিমেনেসের লক্ষ্যভেদে মোনাকোকে ২-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গ্রæপর অপর ম্যাচে জামাির্নর ক্লাব বরুশিয়া ডটর্মুন্ড ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে ক্লাব ব্রæজের মাঠ থেকে। অন্যদিকে গ্যালাতাসারে ঘরের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লোকোমোটিভ মস্কোকে। শালকে-পোতোর্ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।