ভিয়েতনামের সতকর্বাতার্

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এএফসি অনূধ্বর্-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পবের্ এবার আরও বড় ব্যবধানে হেরেছে বাহরাইন। বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে তাদের ১৪-০ গোলে হারিয়েছে টুনাের্মন্টের ফেভারিট দল ভিয়েতনাম। এই ভিয়েতনামের বিপক্ষেই বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচটা খেলবে। দলটির এমন দাপুটে পারফরম্যান্স স্বাগতিকদের জন্য সতকর্বাতার্ই। বাহরাইনের বিপক্ষে ভিয়েতনামের বড় জয়টাকে অবশ্য খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেছেন, ‘কাউকে ছোট করার জন্য বলছি না। সত্যি বলতে, বাহরাইন যে ধরনের ফুটবল খেলছে এটা ফুটবলের মধ্যে পড়ে না। একটা দল দুবর্ল হতে পারে। কিন্তু আমাদের সঙ্গে ম্যাচে তারা অকারণে সময়ক্ষেপণ করেছে। যে কারণে ওই ম্যাচে মেয়েদের মনোযোগ নষ্ট হয়েছিল। তবে আমরা গ্রæপ চ্যাম্পিয়ন হয়ে পরবতীর্ রাউন্ডে যেতে চাই। তাই জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।’ টুনাের্মন্টে অন্যতম হট ফেভারিট বাংলাদেশ। শক্তিধর ভিয়েতনামকেই ধরা হচ্ছে তাদের প্রধান প্রতিপক্ষ। বাংলাদেশ-লেবানন ম্যাচ শেষে লেবননের কোচ হ্যগপ ডেমিরজিয়ান বলেছেন, ‘আমি মনে করি আমাদের গ্রæপ থেকে চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ। অন্য যে দলটি দ্বিতীয় পবের্ খেলতে পারে তারা হচ্ছে ভিয়েতনাম। তবে আমাদের সম্ভাবনা এখনো ফুরিয়ে যায়নি। আমাদের পয়েন্ট বেশি আছে। এখনো আমরা বেস্ট রানাসর্আপ হয়ে পরবতীর্ রাউন্ডে খেলতে পারি।’ বাহরাইনের মেয়েরা যেন অভিজ্ঞতা অজের্নর জন্যই এসেছে বাংলাদেশে। প্রথম থেকে তৃতীয় ম্যাচ পযর্ন্ত তারা কোনো প্রতিপক্ষের বিপক্ষেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। প্রতিপক্ষের জালে একবারো বল পাঠাতে পারেনি। নিজেদের প্রথম ম্যাচে তারা লেবাননের কাছে হেরেছে ৮-০ গোলের ব্যবধানে। এরপর বাংলাদেশ তাদের হারায় ১০-০ গোলের ব্যবধানে। আর এবার তারা ভিয়েতনামের কাছে হেরেছে ১৪-০ গোলে!