মেসির হ্যাটট্রিকে উড়ন্ত শুরু বাসার্র

মেসি অসাধারণ সব নৈপুণ্য দেখায়। আর সেগুলোকে যেন সে অভ্যাসে পরিণত করেছে। আমাদের সবসময় মনে রাখতে হয় যে, এটা একটা অভিনব যুগ। মেসি যখন খেলা বন্ধ করে দেবে, তখন তার মতো আরেকজন খুঁজে পাওয়া সত্যি খুব কঠিন হবে Ñআনেের্স্তা ভালভাদের্

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গোলের পর লিওনেল মেসি, দারুণ এক হ্যাটট্রিকে এবারের চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছেন বাসেের্লানার আজের্ন্টাইন খুদেরাজ Ñওয়েবসাইট
জোড়া গোল দিয়ে লা লিগার এবারের মৌসুম শুরু করেছিলেন লিওনেল মেসি। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগে আজের্ন্টাইন খুদেরাজ শুরুটা করলেন আরও বড় আকারে। প্রথম ম্যাচেই করে বসলেন দুদার্ন্ত এক হ্যাটট্রিক। চ্যাম্পিয়ন্স লিগে রেকডর্ অষ্টম হ্যাটট্রিক, ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে এগিয়ে গেছেন মেসি। মঙ্গলবার রাতে তার দুদার্ন্ত নৈপুণ্যে বাসেের্লানাও পেয়েছে উড়ন্ত সূচনা। ডাচ ক্লাব পিএসভিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। নতুন মৌসুমে যেন আরও ভয়ঙ্কর মেসি। বঁা পায়ের জাদুতে মুগ্ধতা ছড়ালেন ন্যু ক্যাম্পে উপস্থিত হওয়া দশর্কদের মনে। প্রথমাধের্ এক গোল করার পর দ্বিতীয়াধের্ আরও দুইবার বল জালে জড়িয়ে পূরণ করেন চলতি মৌসুমের প্রথম হ্যাটট্রিক। সফরকারী পিএসভি খেলোয়াড়দের তার জাদুকরী পারফরম্যান্স দেখা ছাড়া কিছু করার ছিল না। তবে চেষ্টার কমতি রাখেনি ডাচ প্রতিক্ষরা। ৩১ মিনিট পযর্ন্ত তারা আটকে রাখতে পেরেছিল মেসি ও বাসেের্লানাকে। ন্যু ক্যাম্পে প্রতিপক্ষকে নিয়ে এক রকম ছেলেখেলাই করেছে কাতালান ক্লাবটি। প্রথমাধের্ ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়াধের্ আরও তিন গোল করে দলটি। স্যামুয়েল উমতিতি লাল কাডর্ দেখে মাঠ ছাড়ার পরও ১০ জন নিয়ে শেষ ১১ মিনিটেও দাপট ধরে রেখে খেলেছে আনেের্স্তা ভালভাদের্র শিষ্যরা। নিজেদের মাঠে বাসার্র দাপট ছিল শুরু থেকেই। ৩১ মিনিটের মাথায় গোলের দেখাও পেয়ে যায় তারা। দুদার্ন্ত এক ফ্রিকিক থেকে গোলটি করেন মেসি। বাসার্ বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় ম্যাচের ৭৩ মিনিট পযর্ন্ত স্কোরলাইন ছিল ওই ১-০। এরপর পিএসভির রক্ষণভাগের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন মেসি-দেম্বেলেরা। ৭৪ থেকে ৭৭Ñ এই চার মিনিটের মধ্যে বাসেের্লানা করে আরও দুটি গোল। ৭৪ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ান উসমান দেম্বেলে। আর ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোলটি করেন মেসি। কিন্তু গোলের এই উৎসব কাটতে না কাটতেই হতাশায় ছেয়ে যায় ন্যু ক্যাম্প! দ্বিতীয় হলুদ কাডর্ দেখে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার উমতিতিকে। ১০ জন নিয়ে ব্যাকফুটে যাবে কি, উল্টো শেষ বাঁশি বাজার মিনিট তিনেক আগে আরও একবার পিএসভির জালে বল জড়ায় বাসেের্লানা। লুইস সুয়ারেসের পাস বক্সের ভেতর থেকে চমৎকার শটে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। এতদিন চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর সঙ্গে সমান সাতটি হ্যাটট্রিক নিয়ে রেকডর্ খাতায় যৌথ ছিলেন মেসি। কিন্তু মঙ্গলবার ‘চিরপ্রতিদ্ব›দ্বী’কে ছাড়িয়ে সেই রেকডর্ নিজের করে নিয়েছেন আজের্ন্টাইন খুদে জাদুকর। খেলা শেষে মেসির ভূয়সী প্রশংসা করেছেন বাসেের্লানার কোচ আনেের্স্তা ভালভাদের্। তিনি বলেছেন, ‘মেসি অসাধারণ সব নৈপুণ্য দেখায়। আর সেগুলোকে যেন সে অভ্যাসে পরিণত করেছে। আমাদের সবসময় মনে রাখতে হয় যে, এটা একটা অভিনব যুগ। মেসি যখন খেলা বন্ধ করে দেবে, তখন তার মতো আরেকজন খুঁজে পাওয়া সত্যি খুব কঠিন হবে।’