হ্যাজাডর্ এখন বিশ্বের সেরা: সারি

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শুরুর আগে বেলজিয়ামের অধিনায়ক ইডেন হ্যাজাডের্ক ‘ইউরোপের সেরা’ বলেছিলেন চেলসি কোচ মাউরিসিও সারি। কাডির্ফ সিটির বিপক্ষে হ্যাটট্রিক পূরণ করা হ্যাজাডের্ক এখন ‘বিশ্বের সেরা’ হিসেবে উল্লেখ করেছেন ইতালিয়ান এ কোচ। এমনকি বেলজিয়ামের অধিনায়ককে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে রাখছেন তিনি। দলের সেরা অস্ত্রের পারফরম্যান্সে ভীষণ সন্তুষ্ট চেলসির কোচ সারি। বিস্ময়কর হলেও চেলসির জাসিের্ত মাত্র দ্বিতীয়বার হ্যাটট্রিক পেয়েছেন হ্যাজাডর্। যদিও তার গোল করার ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ ছিল না নতুন কোচ সারির। নাপোলির সাবেক কোচ আগেই জানিয়ে রেখেছিলেন ইউরোপের সেরা খেলোয়াড় আছে তার দলে। যদিও কাডির্ফ সিটির ম্যাচের পর নিজের ভাবনায় বদল আনলেন সারি, ‘আমি ভেবেছিলাম হ্যাজাডর্ ইউরোপের সেরা খেলোয়াড়, তবে এখন আমি আমার মত পাল্টাচ্ছি। ও এখন বিশ্বের সেরা।’