কেঁদে মাঠ ছাড়লেন রোনালদো

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বুধবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কাডর্ দেখায় মাঠেই কেঁদে ফেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে পতুির্গজ তারকার ১৫৪ ম্যাচের মধ্যে এবারই প্রথম ঘটল এমন ঘটনা Ñওয়েবসাইট
অনেক অনেক সুখস্মৃতি নিয়ে স্পেনে ফিরেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফিরেছিলেন মেস্তায়ায়, সেখানে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম শিরোপা জিতেছিলেন পতুির্গজ তারকা। কিন্তু জুভেন্টাসের জাসিের্ত চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা এমন হবে সেটা কখনো কল্পনা করেননি তিনি। বুধবার গ্রæপপবের্ ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সরাসরি লাল কাডর্ দেখেছেন রোনালদো। লাল কাডর্ দেখার পর চোখের জলে মাঠ ছেড়েছেন এই ফুটবল তারকা। রোনালদোকে ছাড়াই প্রতিপক্ষের মাঠ থেকে ২-০ ব্যবধানের জয় নিয়ে বাড়ি ফিরেছে জুভেন্টাস। তবে সব ছাপিয়ে আলোচনায় পতুির্গজ তারকার লাল কাডর্। ম্যাচের ২৯ মিনিটে ভ্যালেন্সিয়া ডিফেন্ডার জেসন মুরিলোর সঙ্গে রোনালদোর বল দখলের লড়াইয়ের সময় মাটিতে পড়ে যান মুরিলো। এরপর রোনালদো তার চুল ধরে হালকা টান দেন। তবে মুরিলো দাবি করেন, তাকে পেছন থেকে লাথিও মারা হয়েছে। এনিয়ে দুই দলের খেলোয়াড়রা রেফারির চারপাশে জড়ো হন। রেফারি ফিফথ অফিশিয়ালদের সঙ্গে আলোচনার পর রোনালদোকে সরাসরি লাল কাডর্ দেখিয়ে দেন। রেফারির সিদ্ধান্তে হতবাক হয়ে যান রোনালদো। মাঠেই কেঁদে ফেলেন তিনি। ওটা আসলেই লাল কাডর্ দেখানোর মতো অপরাধ ছিল কি না এ নিয়ে পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন সাবেক রেফারিরা? কেউ কেউ বলেছেন, সিদ্ধান্তটা সঠিক। কেউ বলেছেন, শাস্তিটা অতিরিক্ত হয়ে গেছে। প্রিমিয়ার লিগের সাবেক রেফারি মাকর্ কাটেনবাগর্ যেমন বলেছেন, ‘আমি যদি ম্যাচের রেফারি হতাম, তবে ভ্যালেন্সিয়াকে ফ্রিকিক দিয়ে দুই খেলোয়াড়কে হলুদ কাডর্ দেখাতাম।’ সরাসরি লাল কাডর্ দেখায় আগামী ২ অক্টোবর ইয়াং বয়েজের বিপক্ষে জুভেন্টাসের পরবতর্র্ী ম্যাচ খেলতে পারবেন না রোনালদো। এমনকি প্রতিপক্ষের খেলোয়াড়কে শারীরিকভাবে আঘাত করার কারণে শাস্তির পরিমাণটা আরও বেড়ে যেতে পারে তার। সেক্ষেত্রে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২৩ অক্টোবর পুনমির্লনীর ম্যাচটাও মিস করে বসবেন পতুির্গজ তারকা। তবে জুভেন্টাস কোচ ম্যাসিলিয়ানো আলেগ্রির আশা, বাড়তি কোনো নিষেধাজ্ঞায় পড়বেন না তার শিষ্য। সেক্ষেত্রে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) আসল ঘটনা প্রকাশে সহায়ক হবে। ম্যাচ শেষে এই প্রসঙ্গে আলেগ্রি বলেছেন, ‘সঠিক সিদ্ধান্তের জন্য রেফারি ভিএআরের সহায়তা নিতে পারেন।’