১০ রানে ৮ উইকেট! নাদিমের বিশ্বরেকডর্

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
দুই দিন আগেও এশিয়া কাপে ভারত দলের নেট বোলার হিসেবে ছিলেন দুবাইয়ে। সেই শাহবাজ নাদিম বৃহস্পতিবার নাম লেখালেন রেকডর্ বুকে। একই সঙ্গে গড়লেন বিশ্বরেকডর্। ভারতের ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খন্ডের হয়ে রাজস্থানের বিপক্ষে মাত্র ১০ রানে ৮ উইকেট নিয়েছেন নাদিম। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই এখন সেরা বোলিং। নাদিমের স্পিন-জাদুতে ২৮.৩ ওভারে ৭৩ রানেই অলআউট হয়ে গেছে রাজস্থান। মাত্র ৩ উইকেট হারিয়ে ১৪.৩ ওভারেই সেটি পেরিয়ে গেছে ঝাড়খন্ড। একটা সময় রাজস্থানের স্কোর ছিল বিনা উইকেটে ৩২। দশম ওভারের শেষ বলে উদ্বোধনী জুটি ভাঙেন নাদিম। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। এর মধ্যে দুই ওভার মিলিয়ে করেছেন হ্যাটট্রিকও। নাদিমের বোলিং ফিগারটা দেখুন, ১০-৪-১০-৮! লিস্ট ‘এ’ ক্রিকেটে আগের সেরা বোলিং ছিল আরেক ভারতীয় বঁাহাতি স্পিনার রাহুল সাংভির। ১৯৯৭-৯৮ সালে দিল্লির হয়ে হিমাচল প্রদেশের বিপক্ষে ১৫ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।