আজ আমিরাতের জালে কত গোল?

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এএফসি অনূধ্বর্-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপবের্ (গ্রæপ ‘এফ’) বাংলাদেশের শুরুটা হয়েছে দুদার্ন্ত। নিজেদের প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষের জালে গোল উৎসব করেছে মারিয়া মান্দার দল। বাহরাইনকে ১০ গোল উপহার দেয়ার পর লেবাননকেও দিয়েছে ৮টি। আজ আরব আমিরাতের জন্য কত গোল বরাদ্দ রেখেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা? জবাবটা আগেভাগে দেয়া মুশকিল। তবে আজও যে গোল উৎসবের এক ম্যাচ হবে কমলাপুর স্টেডিয়ামে, সেটা হলফ করেই বলে দেয়া যায়। যে লেবাননকে ৮ গোল দিয়েছে বাংলাদেশ, ওই লেবানের কাছেই ৬-৩ গোলে হেরেছে আমিরাতের মেয়েরা। আজকের ম্যাচে তাই পরিষ্কার ফেভারিট বাংলাদেশ, এটা আর বলার অপেক্ষা রাখে না। ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে তিনটায়। এর আগে দিনের প্রথম ম্যাচে সকাল সাড়ে ১১টায় লেবাননের মুখোমুখি হবে ভিয়েতনাম। গ্রæপ থেকে পরবতীর্ রাউন্ডে যাওয়ার দৌড়ে এখন শীষের্ আছে দুই দল, বাংলাদেশ আর ভিয়েতনাম। দুই দলেরই সমান ৬ পয়েন্ট। ম্যাচ খেলেছে দুটি। গোলগড়ও সমান (+১৮)। এ কারণেই দিনের প্রথম ম্যাচটিও গুরুত্বপূণর্ বাংলাদেশের জন্য। ওই ম্যাচে যদি ভিয়েতনাম বেশি গোলে লেবাননকে হারায়, তবে গ্রæপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নিজেদের এগিয়ে নিতে আরও বেশি গোলে আরব আমিরাতকে হারাতে হবে ছোটনের শিষ্যদের। ছোটনও জানালেন, আমিরাতের বিপক্ষে জিততে চান যতটা সম্ভব বড় ব্যবধানে, ‘আমরা এখন টেবিলে একটা ভালো অবস্থানে আছি। আমাদের কাছে আগামীকালের ম্যাচটি খুবই গুরুত্বপূণর্। আমরা আমাদের জয়যাত্রা অব্যাহত রাখতে চাই। আমাদের লক্ষ্য প্রতি ম্যাচে তিন পয়েন্ট অজর্ন। আগের দুই ম্যাচে মেয়েরা সেটি করে দেখিয়েছে। গত ম্যাচে ৯০ মিনিট প্রতিপক্ষের উপর তারা চড়াও হয়ে খেলেছে। টুকিটাকি যে ভুলত্রæটিগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করেছি।’ আগের দ্ইু ম্যাচে ছোটনের আস্থার প্রতিদান দিয়েছেন তহুরা-মারিয়ারা। আজকের ম্যাচেও এর ব্যতিক্রম ঘটবে না, শিষ্যদের প্রতি প্রগার আস্থা ছোটনের, ‘প্রথম ম্যাচ বাহরাইনের সঙ্গে ছিল। সেখানে গোল এভারেজ দরকার ছিল। ওই ম্যাচে মেয়েরা ১০ গোল করেছে। দ্বিতীয় ম্যাচে লেবাননের বিপক্ষে জেতা দরকার ছিল। সেখানেও মেয়েরা ৮ গোল করেছে। সব কিছু ক্যালকুলেশন করে আমরা আরব আমিরাতের সঙ্গে খেলব। মেয়েরা তাদের সবোর্চ্চটা দিয়েই খেলবে। যেটা দরকার, আমি মনে করি সেটা তাদের মাথায় থাকবে এবং দেশবাসীকে সেটিই উপহার দেবে।’