শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওমানে গিয়ে খেলতে নারাজ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ১৪ জানুয়ারি ২০২১, ০০:০০

এখনো করোনামুক্ত হয়নি বিশ্ব। সংখ্যা কমলেও মৃতু্যর মিছিল চলছেই। এর মধ্যেই কাতার বিশ্বকাপ বাছাইয়ের এশিয়া অঞ্চলের বাকি ম্যাচগুলোর তারিখ ঘোষণা করেছে ফিফা। বাংলাদেশ, ভারত, কাতার, ওমান ও আফগানিস্তানকে নিয়ে 'ই' গ্রম্নপের খেলাগুলো হওয়ার কথা ২৫ ও ৩০ মার্চ এবং ৭ ও ১৫ জুন। 'ই' গ্রম্নপের বাকি ১৪ ম্যাচ সেন্ট্রাল ভেনু্যতে করার প্রস্তাব দিয়েছে ওমান। নিজেদের মাঠকেই সেন্ট্রাল ভেনু্য হিসেবে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। তবে ওমানের প্রস্তাবে রাজি হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘরের মাঠের সুবিধা নিতে বাংলাদেশেই ম্যাচ খেলতে চায় তারা।

বিশ্বকাপ বাছাই পর্বের প্রিলিমিনারি রাউন্ডে কাতারের বিপক্ষের অ্যাওয়ে ম্যাচটি সমঝোতার মাধ্যমে তাদের দেশে গিয়েই খেলে এসেছে বাংলাদেশ দল। ২৫ মার্চ আফগানিস্তান, ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে ম্যাচের দিন নির্ধারিত আছে। ওমান চাইছে 'ই' গ্রম্নপের বাকি ম্যাচগুলো তাদের ভেনু্যতে হোক। ওমানের প্রস্তাবে ইতোমধ্যেই সম্মতি দিয়েছে কাতার। ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশটি জানিয়েছে, অন্যরা রাজি হলে তাদের কোনো আপত্তি নেই। ভারত ও আফগানিস্তান এখনো তাদের বাকি হোমভেনু্য ঠিক করেনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়ে দিয়েছে, তাদের বাকি তিন হোম ম্যাচের ভেনু্য সিলেট। ওমানের প্রস্তাব নিয়েই বুধবার জরুরি সভায় বসেছিল বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। সভার সিদ্ধান্ত-বাফুফে হোম ভেনু্যর সুবিধা নিতে ঘরের মাঠেই খেলতে চায়। ওমানের প্রস্তাবে আপাতত তারা সায় দিচ্ছে না।

তবে এক্ষেত্রে ফিফা ও এএফসির একটা ভূমিকা থাকবে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ফিফা ও এএফসি যদি বাকি ম্যাচগুলো সেন্ট্রাল ভেনু্যতে করার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে বাংলাদেশের কিছুই করার থাকবে না। তখন বাংলাদেশকে ওমানের প্রস্তাব অনুযায়ী সেখানে গিয়েই বাকি তিন ম্যাচ খেলতে হবে। শেষ পর্যন্ত যদি বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো সেন্ট্রাল ভেনু্যতেই হয় তাহলে বাংলাদেশের ম্যাচগুলো হতে পারে ২৪, ২৭, ৩০ মার্চ। ওমান সেভাবেই প্রস্তাবনা পাঠিয়েছে বাফুফেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে