উরুগুয়ের ডাগআউটে আরও চার বছর তাবারেজ

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আরও চার বছরের জন্য উরুগুয়ে কোচের দায়িত্বে থাকবেন অস্কার তাবারেজ। তার সঙ্গে শুক্রবার নতুন চুক্তি করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ)। এক বিবৃতিতে এইউএফ জানিয়েছে, এই নিয়ে পঞ্চমবারের মতো উরুগুয়ের জাতীয় দলের দায়িত্বে থাকবেন তাবারেজ! তার অধীনে এ পযর্ন্ত ১৮৫টি ম্যাচ খেলেছে উরুগুয়ে। ১৯৮৮-৯০ পযর্ন্ত অল্প সময়ের জন্য প্রথমে উরুগুয়ের কোচ ছিলেন তাবারেজ। মাঝে বিরতি দিয়ে ২০০৬ সালে আবার তাকে ডাগআউটে ফেরায় এইউএফ। তারপর থেকে দলের দায়িত্বে আছেন ‘ক্রাচমাস্টার’ উপাধি পাওয়া তাবারেজ। বিশ্বের একমাত্র কোচ হিসেবে জাতীয় দলকে চারটি বিশ্বকাপে নিয়ে গেছেন তিনি। তাবারেজের বয়স বতর্মানে ৭১। হঁাটতে কিছুটা সমস্যা আছে। রাশিয়া বিশ্বকাপেও তাকে ক্র্যাচে ভর দিয়ে ডাগআউটে হাঁটতে দেখা গেছে। তবে উরুগুয়েতে ব্যাপক সম্মানিত ব্যক্তি তিনি। ২০১০ বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০১১ তে কোপা আমেরিকার শিরোপা জেতার পর দেশে তার উপাধি হয় ‘দ্য মাস্ট্রো’। পঞ্চমবারের মতো দায়িত্ব নিয়ে তাবারেজের প্রথম অ্যাসাইনমেন্ট দুটি আন্তজাির্তক প্রীতিম্যাচ। ১২ অক্টোবর প্রথম ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৬ অক্টোবর দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ জাপান।