হাসান-আসগর রশিদকে জরিমানা

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পাকিস্তানি পেসার হাসান আলি, আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান আর লেগস্পিনার রশিদ খানকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তাদের রেকডের্ একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। শুক্রবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচের ৩৩তম ওভারে আফগানিস্তানের হাসমতউল্লাহ শাহিদির দিকে দৃষ্টিকটুভাবে বল ছুড়ে মারেন পাকিস্তানি পেসার হাসান আলি। তার বিরুদ্ধে শৃঙ্খলাবিধির ২.১.১ ধারা ভঙ্গের অভিযোগ এনেছে আন্তজাির্তক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চার ওভার পর রান নেয়ার সময় হাসান আলির কঁাধে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারেন আফগান অধিনায়ক আসগর আফগান। তার বিরুদ্ধেও ২.১.১ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হলো আসগরের খাতায়। গত বছরের ফেব্রæয়ারিতে প্রথমটি পান তিনি। রশিদ খানের ঘটনাটি দ্বিতীয় ইনিংসে। ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করছিল পাকিস্তান। ৪৭তম ওভারে রশিদের বলে ছক্কা হঁাকান আসিফ আলি। তবে পরের বলেই সরাসরি বোল্ড হয়ে ফেরেন তিনি। এসময় তার চোখে চোখ রেখে দৃষ্টিকটুভাবে উদযাপন করেন রশিদ। এতে ২.১.৭ ধারা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি। ম্যাচে দুদার্ন্ত বোলিং করেছেন রশিদ। তবে জেতেনি আফগানিস্তান। শোয়েব মালিকের কল্যাণে উত্তেজনাপূণর্ ম্যাচটিতে শেষতক ৩ উইকেটে বিজয়ীর হাসি হেসেছে পাকিস্তান।