শাস্তি বাড়তে পারে এমবাপের

সাভানিয়ের আপিল করেছেন ফ্রেঞ্চ লিগের আপিল বিভাগে। তার আইনজীবীর প্রশ্ন- সাভানিয়ের কেন বেশি সাজা পেল এমবাপের থেকে? ফরাসি তারকাকেও পঁাচ ম্যাচের নিষেধাজ্ঞা দেয়ার দাবি করেন তিনি

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ফরাসি লিগে বতর্মানে তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন কিলিয়ান এমবাপে। ইতোমধ্যে এক ম্যাচ বসে থেকে ৩৩ শতাংশ সময় কাটিয়েও ফেলেছেন। এর মাঝেই নতুন শঙ্কা ঘিরে ধরেছে প্যারিস সেন্ট জামের্ই (পিএসজি) ফরোয়াডের্ক। তিন ম্যাচের শাস্তিটা বেড়ে পঁাচও হয়ে যেতে পারে তার। চলতি মাসের শুরুর দিকে লিগ ওয়ানে নিমের মাঠে খেলতে গিয়েছিল পিএসজি। ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের আক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছিল না স্বাগতিক দল। ম্যাচের যোগ করা সময়েই ঘটে অঘটন। ৪-২ গোলে এগিয়ে থাকা অবস্থায় আরেকটি আক্রমণের পরিকল্পনা ছিল এমবাপের। এমন অবস্থায় তাকে কড়া ফাউল করেন নিমের তেজি সাভানিয়ের। ভয়ঙ্কর সে ট্যাকলে চোটে পড়ার ভালো সম্ভাবনা ছিল। আর তাতেই খেপে যান এমবাপে। সাভানিয়েরের দিকে গিয়ে হালকা ধাক্কা দিয়ে কারণ জিজ্ঞেস করেন। যেহেতু মাঠে প্রতিপক্ষের দিকে আক্রমণাত্মক কোনো ভঙ্গি করা যায় না, এ কারণে সরাসরি লাল কাডর্ দেখেন এমবাপে। কড়া ট্যাকলের জন্য সাভানিয়েরের কপালেও জোটে লাল কাডর্। এ নিয়ে পরবতীর্ সময়ে সমথর্কদের কাছে দুঃখ প্রকাশ করেন এমবাপে। ফ্রেঞ্চ লিগের শৃঙ্খলা কমিটি জানিয়েছিল, লাল কাডের্র ঘটনায় তিন ম্যাচ নিষেধাজ্ঞা পাচ্ছেন রাশিয়া বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়। এরই মাঝে সেত এতিয়েনের বিপক্ষে ম্যাচটি মিস করেছেন এমবাপে। কিন্তু এরপরই সাভানিয়ের আপিল করেছেন ফ্রেঞ্চ লিগের আপিল বিভাগে। তার আইনজীবীর প্রশ্ন- সাভানিয়ের কেন বেশি সাজা পেল এমবাপের থেকে? ফরাসি তারকাকেও পঁাচ ম্যাচের নিষেধাজ্ঞা দেয়ার দাবি করেন তিনি। দু-একদিনের মধ্যে ফরাসি কমিশন দুজনের ব্যাপারেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে। দেখা যাক, শেষতক কি হয়।