ফিরেই জ্বলে উঠলেন স্মিথ-ওয়ানার্র

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সেঞ্চুরির পর ডেভিড ওয়ানার্র Ñওয়েবসাইট
বল টেম্পারিং কাÐে আন্তজাির্তক ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ানার্র। গত মাচের্ পাওয়া ওই নিষেধাজ্ঞার পর দেশের মাটিতে আর ব্যাট হাতে নামেননি তারা। সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে এই দুই ক্রিকেটারকে নথর্ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিকেটে খেলার অনুমতি দেয়া হয়। বোডের্র অনুমতি পেয়ে সুযোগটা দারুণভাবে কাজে লাগালেন তারা। ওয়ানার্র তুলে নিয়েছেন অসাধারণ সেঞ্চুরি, স্মিথ খেলেছেন ৮৫ রানের ঝকঝকে এক ইনিংস। গেøন ম্যাকগ্রা ওভাল স্টেডিয়ামে হাজারখানেক দশের্কর সামনে সাদারল্যান্ডের হয়ে খেলতে নামেন সাবেক অধিনায়ক স্মিথ। তিন নম্বরে নেমে ৬ চার ও ১টি ছক্কায় ৯২ বলে ৮৫ রান করেন তিনি। তবে দলের অন্য খেলোয়াড়রা ব্যথর্ হওয়ায় ২৩৮ রানের বেশি তুলতে পারেনি সাদারল্যান্ড। সহজ লক্ষ্য ৪ বল আর তিন উইকেট হাতে রেখেই টপকে যায় প্রতিপক্ষ মোসমান। অন্যদিকে ১৫৫ রানের হার না মানা ইংনিস উপহার দিয়ে র?্যান্ডউইক পিটারসহামকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ওয়ানার্র। ৯৮ বলেই সেঞ্চুরি তুলে নেন এই বঁাহাতি ওপেনার। ব্যাট করেছেন ৪৯ ওভার পযর্ন্ত। তাতে সেন্ট জজের্র ছুড়ে দেয়া ২৭৮ রানের লক্ষ্য ৪ উইকেট হাতে রেখে টপকে যায় পিটারসহাম।