শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস শুরু ১ এপ্রিল

ক্রীড়া প্রতিবেদক
  ১৭ জানুয়ারি ২০২১, ০০:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে আগামী ১-১০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে 'বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস।'

শনিবার কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

খেলোয়াড়, টিম অফিসিয়াল ও খেলা পরিচালনার টেকনিক্যাল অফিসিয়ালসহ প্রায় ৮,৫০০ খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত হবে দশ দিনব্যাপী এ ক্রীড়াযজ্ঞ।

এছাড়াও তুরস্কের কেনিয়া শহরে আগামী ১০-১৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ৫ম ইসলামিক সলিডারিটি গেমসে ১৩টি ডিসিপিস্ননে বাংলাদেশ দলের অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিসিপিস্ননগুলো হচ্ছে- অ্যাথলেটিকস, ফুটবল, সুইমিং, কুস্তি, আরচ্যারি, জিমন্যাস্টিক্স, তায়কোয়ানডো, বাস্কেটবল, হ্যান্ডবল, ভারোত্তোলন, ফেন্সিং, কারাতে, ভলিবল।

আগামী ১০-২২ সেপ্টেম্বর পর্যন্ত চায়নার হ্যাংজু শহরে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসে ১৫ ডিসিপিস্ননে বাংলাদেশ দলের অংশগ্রহণের সিদ্ধান্তও নেয়া হয়েছে কার্যনির্বাহী কমিটিতে।

ডিসিপিস্ননগুলো হচ্ছে- সুইমিং, ফেন্সিং, কাবাডি, তায়কোয়ানডো, আরচ্যারি, ফুটবল, কারাতে, ভারোত্তোলন, অ্যাথলেটিকস্‌, গলফ, ব্রাজ, বাস্কেটবল, জিমন্যাস্টিক্স, রোলার স্কেটিং, ক্রিকেট, হকি, শুটিং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে