এখনই ফুটবল ছাড়ছেন না তকলিস

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২১, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
শেখ রাসেলের স্ট্রাইকার তকলিস আহমেদ -ফাইল ফটো
ফেডারেশনকাপ ফুটবল টুর্নামেন্টে আশানুরূপ ফল হয়নি। তবে প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে থাকার লক্ষ্য শেখ রাসেল ক্রীড়া চক্রের। লিগে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ২-১ গোলে হরিয়েছে অলবস্নুজরা। তবে এমন ম্যাচে দর্শক হয়েই ছিলেন ক্লাবটির অন্যতম স্থানীয় ফুটবলার তকলিস আহমেদ। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে এ মাসেই স্থায়ীভাবে লন্ডন চলে যাচ্ছেন এই ফুটবলার। তবে তকলিস নিজেই নিশ্চিত করলেন ক্লাবের অনুমতি নিয়েই অল্প কিছুদিনের জন্য পরিবারের কাছে ছুটি কাটাতে যাচ্ছেন। লিগে খেলতে ফিরে আসবেন ফেব্রম্নয়ারিতে। ২৫ বছর বয়সি স্ট্রাইকার তকলিস আহমেদের শিরোনামে আসার কারণ হচ্ছে, লন্ডন সফর করছেন তিনি। সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনাও নাকি দেওয়া হয়েছে। ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনালে শেষদিকে মেজাজ হারিয়ে চট্টগ্রাম আবাহনীর কাউসার আলী রাব্বির মুখে ঘুষি মেরে লাল কার্ড দেখে বিদায় নিতে হয় মাঠ থেকে। দুই ম্যাচের জন্য তাকে নিষিদ্ধও করে বাফুফের ডিসিপিস্ননারি কমিটি। যে কারণে প্রিমিয়ার লিগে রাসেলের প্রথম দুই ম্যাচে থাকতে পারছেন না এই ফুটবলার। এরই মধ্যে লন্ডন সফরে যাওয়া ও সিলেটে সংবর্ধনা দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল প্রেমিকদের গুঞ্জন, দেশের মাটিতে আর হয়তো খেলতে দেখা যাবে না তকলিসকে। তবে এই ফুটবলার নিজেই নিশ্চিত করলেন একেবারে লন্ডন চলে যাচ্ছেন না। পরিবার ও স্ত্রী রিমা জাহানের সঙ্গে সময় কাটাতেই এই যাত্রা। তকলিস বলেন, 'যেহেতু লাল কার্ডের কারণে আমার দুই ম্যাচ খেলা হচ্ছে না। এর মধ্যে জাতীয় দলেরও খেলা আছে। এই সময়টাকে কাজে লাগিয়ে পরিবারের সঙ্গে একটু সময় কাটিয়ে আসতেই যাচ্ছি। আমার স্ত্রী লন্ডনের স্থায়ী বাসিন্দা। পরিবারের বেশিরভাগ সদস্যই সেখানে থাকেন। এরকম কিছু হলে তো সবার আগে (মিডিয়া) আপনাদেরই জানাতাম।' সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার ব্যাপারটা কি? তকলিস বলেন, 'লন্ডনে আগে কখনো যাইনি। এবারই প্রথম যাচ্ছি। যে কারণে তারা সংবর্ধনা দিয়েছে। অন্তত আরও পাঁচ মৌসুম খেলার ইচ্ছা আছে। ক্লাবের সঙ্গে এ মৌসুম পর্যন্ত চুক্তি আছে আমার। তাদের অনুমতি নিয়েই ২০ জানুয়ারি লন্ডন যাচ্ছি। ১৫ দিন পরই ফিরে আসব।'