উইকেট অনুযায়ী নিজেদের ব্যাটিংয়ে সন্তুষ্ট তামিম

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২১, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
তামিম ইকবাল
মাত্র ১২২ রান তাড়া করতে খেলতে হলো প্রায় ৩৪ ওভার। হারাতে হলো চার উইকেট। ব্যাটিংয়ে সাদামাটা পারফরম্যান্সের জন্য উইকেটকেই দায় দিলেন তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়কের মতে, কন্ডিশনের জন্য ব্যাটিং হয়ে গিয়েছিল কঠিন। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক তামিম জানান, কন্ডিশনের আচরণ বুঝে পরিস্থিতি অনুযায়ী ঠিক ব্যাটিংটাই করেছেন তারা। তামিমের কথায়, 'ব্যাটিংয়ের জন্য এটা ছিল কঠিন উইকেট। চাইলেও এখানে আগ্রাসী শট খেলা সম্ভব নয়। প্রথম যখন উইকেট দেখেছিলাম, খুব ভালো মনে হয়েছিল। সারাদিন সূর্যের দেখা মেলেনি। তাই কাউকে দোষ দেওয়া যাবে না। এই ধরনের উইকেটে গিয়েই শট খেলা সম্ভব নয়। যারাই ব্যাটিং করেছে, দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে।' 'আমরা খুব ভালো বোলিং করেছি। মুস্তাফিজ খুব ভালো শুরু করেছিল। রুবেলও খারাপ করেনি। হাসান খুব ভালো বোলিং করেছে। স্পিনাররা ভালো করেছে। সাকিব ছিল দুর্দান্ত, মিরাজও ভালো করেছে।' যোগ করেন তামিম।