দাদির জানাজায় যাওয়ার পথে জামালের ভাই নিহত

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
প্রিয় দাদিকে হারিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। একদিন পরই ফুপাতো ভাইকে হারালেন তিনি। বার্ধক্যজনিত কারণে বুধবার সন্ধ্যায় জামালের দাদি হামিদা খাতুন মারা যান। হামিদা খাতুনের বয়স হয়েছিল ১০০ বছরেরও বেশি। তার পৈতৃক নিবাস ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চংভাদেরা গ্রাম। তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। জাতীয় ফুটবল দলের অধিনায়কের দাদির জানাজায় অংশ নিতে বৃহস্পতিবার ময়মনসিংহের নান্দাইলে যাচ্ছিলেন তার ফুপাতো ভাই আব্দুল আউয়াল মিয়া। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। পরপর দুই দিনে দুই প্রিয়জনকে হারালেও জামালের দেশে আসার সুযোগ নেই। ভারতের আই লিগ ফুটবল খেলতে বর্তমানে সেখানে অবস্থান করছেন তিনি। পশ্চিমবঙ্গের দল কলকাতা মোহামেডানের জার্সিতে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছেন ডেনমার্ক প্রবাসী এই বাংলাদেশি ফুটবলার।