শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হোমের সুবিধা না পেলে ভালো করা কঠিন হবে :জেমি ডে

ক্রীড়া প্রতিবেদক
  ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০
জেমি ডে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বাকি তিনটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচই হোম ম্যাচ। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারণে ম্যাচগুলো ওমানে গিয়ে খেলতে হতে পারে লাল-সবুজদের। বাংলাদেশ আপত্তি জানালেও বাকি দেশগুলো রাজি। যে কারণে এখন এএফসির সিদ্ধান্তের দিকে তাকিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে মনে করেন, নিজেদের মাঠে ম্যাচগুলো খেলতে না পারলে ইতিবাচক ফল আনার সম্ভাবনা কম। মার্চে বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজন করা সম্ভব হলে ফেব্রম্নয়ারিতেই প্রস্তুতি শুরু করে দিতে চান এই কোচ।

কাতার বিশ্বকাপ বাছাইয়ের এশিয়া অঞ্চলের বাকি ম্যাচগুলোর তারিখ ঘোষণা করেছে ফিফা। বাংলাদেশ, ভারত, কাতার, ওমান ও আফগানিস্তানকে নিয়ে 'ই' গ্রম্নপের খেলাগুলো হওয়ার কথা ২৫ ও ৩০ মার্চ এবং ৭ ও ১৫ জুন। 'ই' গ্রম্নপের বাকি ১৪ ম্যাচ সেন্ট্রাল ভেনু্যতে করার প্রস্তাব দিয়েছে ওমান। নিজেদের মাঠকেই সেন্ট্রাল ভেনু্য হিসেবে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। তবে ওমানের প্রস্তাবে রাজি হয়নি বাফুফে। ঘরের মাঠের সুবিধা নিতে বাংলাদেশেই ম্যাচ খেলতে চায় তারা। এ বিষয়ে কোচ জেমি'ডেকে প্রশ্ন করা হলে হোয়াটসঅ্যাপে তিনি জানিয়েছেন, 'যদি ওমানে গিয়েই আমাদের ম্যাচগুলো খেলতে হয়। তাহলে তো আমাদের কেবল ঘরের মাঠে একটি ম্যাচই খেলা হবে। বাকি ৫টিই তো অ্যাওয়ে ম্যাচ হয়ে যাবে। এটা গ্রহণযোগ্য নয়। এই ম্যাচগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হোমের সুবিধা না পেলে এই ম্যাচগুলোতে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা কমে যাবে।'

তাহলে আপনি কি ম্যাচগুলো ঢাকার মাটিতেই খেলতে চান? জেমির উত্তর, 'আসলে এখন আমাদের এএফসির দিকে চেয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। আমি বাফুফেকে এটা স্পষ্টভাবে বলেছি যে আমরা বাংলাদেশে খেলতে চাই।'

যদিও প্রাথমিকভাবে মার্চেই বঙ্গবন্ধু গোল্ডকাপের সময় নির্ধারণ করা আছে। তবে বাফুফে থেকে আভাস মিলেছে প্রয়োজনে সময় কিছুটা পরিবর্তন করতে রাজি আছে তারা। এই অবস্থায় কবে থেকে জাতীয় দলের প্রস্তুতি শুরু করতে চান? জানতে চাইলে জেমি বলেছেন, 'সবকিছু নির্ভর করছে ঠিক কবে থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু হবে। যদি মার্চে শুরু হয় তাহলে আমাদের আগামী মাস থেকেই প্রস্তুতি শুরু করে দিতে হবে। খেলোয়াড়রা এখন লিগে খেলার মধ্যেই আছে। আশা করি ফেব্রম্নয়ারির মধ্যে সবাই ফিট হয়ে যাবে। বঙ্গবন্ধু গোল্ডকাপ হবে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি।'

জাতীয় দলের ফুটবলার নির্বাচন করতে কোচ জেমি'ডেকে দেখতে হবে লিগের ম্যাচগুলো। এরই মধ্যে তিনি ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচের ভিডিওগুলো দেখেছেন। এখনো যেহেতু কোচের কোয়ারেন্টিনকাল শেষ হয়নি তাই তিনি হোটেলে বসেই লিগের ম্যাচগুলো লাইভ ভিডিও দেখছেন। এ বিষয়ে জেমি বলেন, 'এখনো মাঠে যেতে পারিনি। কারণ এখনো আমার কোয়ারেন্টিন চলছে। আগামী ২৮ জানুয়ারি কোয়ারেন্টিন শেষ হবে। তখন যেতে পারব। সরাসরি মাঠে গিয়ে ম্যাচ দেখতে পারলে ভালো। তবে এটা খুব বেশি প্রয়োজনীয় নয়। এরই মধ্যে যতগুলো ম্যাচ দেখেছি। তাতেই সব ফুটবলারের সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে।'

এবার জাতীয় দলে কোচ জেমি'ডের সঙ্গে কাজ করবেন সাবেক গোলরক্ষক ও কোচ বিপস্নব ভট্টাচার্য। নতুন দায়িত্ব পাওয়া বাংলাদেশের গোলরক্ষক কোচ বিষয়ে জানতে চাইলে জেমি বলেন, 'বিপস্নব সম্পর্কে যতদূর জানি সে ফুটবলার হিসেবে অনেক ভালো ছিল। আশা করি তার সঙ্গে কাজ করে দেশের গোলরক্ষকরা উপকৃতই হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে