শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হোয়াইটওয়াশ শ্রীলংকা

ক্রীড়া ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

প্রথম ইনিংসে ৩৭ রানের লিড পেয়েছিল শ্রীলংকা। কিন্তু দ্বিতীয় ইনিংসে নেমেই ঘুরে যায় খেলা। ইংল্যান্ডের দুই স্পিনারই নাচিয়ে ছাড়েন স্বাগতিকদের। বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচ আর অফ স্পিনার ডম বেস মিলে লঙ্কানদের অল্প রানে আটকে ম্যাচ জিতে নিয়েছে তারা। গলে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। দুই টেস্ট সিরিজ তাই সফরকারীরা জিতল ২-০ ব্যবধানে।

গল টেস্টের চতুর্থ দিনে উইকেট পড়েছে ১৫টি। দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৬ রানে শেষ হয় শ্রীলংকার ইনিংস। চরম ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৩৫.৫ ওভার টিকতে পারে তারা। লংকানদের ধসিয়ে ৪৯ রানে ৪ উইকেট নেন বেস, ৫৯ রানে ৪ উইকেট পান লিচ।

মাত্র ১৬৪ রানের লক্ষ্য পেয়ে পা হড়কায়নি সফরকারীদের। ওপেনার ডম সিবলি আর জস বাটলারের ব্যাটে তীরে তরী ভেড়ায় জো রুটের দল। দলকে জিতিয়ে ৫৬ রানে অপরাজিত ছিলেন সিবলি, বাটলার করেন ৪৬ রান। স্পিনারদের জন্য ভীষণ অনুকূল হয়ে পড়া উইকেটে সিবলির সঙ্গে জনি বেয়ারস্টো আনেন ৪৫ রানের জুটি। এই দুজনকেই ফেরান লাসিথ এম্বুলদেনিয়া। প্রথম ইনিংসে ১৮৬ রানের ইনিংস খেলা ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে ফেরান রমেশ মেন্ডিস। ড্যান লরেন্সকে দ্রম্নত ফিরিয়ে ম্যাচে দশম উইকেট নিয়ে খেলা জমিয়ে তুলেছিলেন এম্বুলদেনিয়া।

আগের দিনের ৯ উইকেটে ৩৩৯ রান নিয়ে নেমে দ্রম্নতই অলআউট হয় ইংল্যান্ড। ৩৭ রানের লিড পাওয়ায় ম্যাচটা তখন পর্যন্ত মুঠোতেই ছিল লংকানদের। খেলতে নেমেই বদলে যায় পরিস্থিতি। স্পিনারদের দাপটে ৭৮ রানে ৮ উইকেট হারালে একশোর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে তারা। বোলিংয়ে ৭ উইকেট নেন লাসিথ এম্বুলদেনিয়া। এরপর ১০ নম্বরে নেমে ৪২ বলে ৪০ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন তিনি। তাতেও সামান্য একটু লড়াইয়ের পূঁজি মিলেছিল। সিবলি-বাটলার দাঁড়িয়ে যাওয়ায় হতাশায় মাঠ ছাড়তে হয়ে দীনেশ চান্দিমালের দলকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে