সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
পাকিস্তান দলে আত্মবিশ্বাসের সংকট ক্রীড়া ডেস্ক চলমান এশিয়া কাপে দুইবার চিরপ্রতিদ্ব›দ্বী ভারতের মুখোমুখি হয়ে হেরেছে পাকিস্তান। গ্রæপ পবের্ হেরেছে ৮ উইকেটে। সুপার ফোরে হারের ব্যবধানটা আরও বড়, ৯ উইকেটে। যেটি আবার ভারতের কাছে উইকেটের দিক থেকে পাকিস্তানের সবচেয়ে বড় হার। এভাবে হারের পর পাকিস্তানের কোচ মিকি আথার্র মনে করছেন, সরফরাজ আহমেদের দলে এই মুহ‚তের্ আত্মবিশ্বাসের সংকট রয়েছে। দুবাই আন্তজাির্তক স্টেডিয়ামে রোববার আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৭ উইকেট হারিয়ে করেছিল ২৩৭ রান। শিখর ধাওয়ান (১১৪) ও রোহিত শমার্র (১১১*) সেঞ্চুরিতে ভারত সেটি পেরিয়ে যায় ৬৩ বল হাতে রেখেই। এমন হার নিয়ে পাকিস্তান কোচের ভাষ্য, ‘হ্যঁা, এই মুহূতের্ তারা (পাকিস্তান দল) কিছুটা আত্মবিশ্বাসের সংকটে। ব্যথর্তার ভয় ঢুকে গেছে ড্রেসিংরুমে। বাস্তবতা পরীক্ষা করে দেখতে হবে, ক্রিকেট দল হিসেবে আমরা কোথায় অবস্থান করছি।’ টুনাের্মন্টে ফিল্ডিংটা খুব বাজে হচ্ছে পাকিস্তানের। আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের খেলোয়াড়রা ক্যাচ ফেলেছিলেন পাঁচটি। ভারতের বিপক্ষেও দুবার রোহিত শমার্র ক্যাচ ফেলেছে তারা। ষষ্ঠ ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে ইমাম উল হক এবং ২৮তম ওভারে শাদাব খানের বলে ফখর জামান ক্যাচ ফেলেন। সমস্যা অবশ্য শুধু ফিল্ডিংয়েই নয়। পাকিস্তান কোচ বললেন, ‘ব্যাটিংয়ে স্ট্রাইক রোটেট করাটা আমাদের যথেষ্ট ভালো ছিল না। বোলিংয়ে এই ভারতের বিপক্ষে আমাদের দ্রæত উইকেট ফেলা দরকার ছিল। আমরা বেশ কিছু সুযোগ পেয়েছি, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। আপনি যখন উইকেটে তাদের সুযোগ দেবেন, তারা তো আধিপত্য দেখাবেই।’ এমবাপেকে পেলের জাসির্ উপহার ক্রীড়া ডেস্ক রাশিয়া বিশ্বকাপ জন্ম দিয়েছে এক নতুন নক্ষত্রের। কিলিয়ান এমবাপের নামের যে নক্ষত্র ছাপিয়ে গেছেন সময়ের সেরা তারকা লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তার ফুটবল নৈপুণ্যে ফ্রান্স জিতেছে দ্বিতীয় শিরোপা। ১৯ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকারের পারফরম্যান্স মুগ্ধতা ছড়িয়েছে পুরো টুনাের্মন্টেই। এমবাপে সবর্কালের সেরা তারকা পেলের মনও জয় করে নিয়েছিলেন। আসর চলাকালীনই তাকে অভিনন্দন জানান ব্রাজিলিয়ান কিংবদন্তি। এবার এমবাপেকে নিজের সাক্ষর-সংবলিত একটি জাসির্ উপহার দিলেন পেলে। এবারের বিশ্বকাপের ফাইনালসহ মোট চার গোল করেছেন এমবাপে। সেরা উদীয়মান তারকার খেতাব জিতেছেন তিনি। তবে আরেকটি অনন্য কীতিের্ত নাম লিখিয়েছেন এমবাপে। দ্বিতীয় টিনএজার হিসেবে বিশ্বকাপে দুই বা ততোধিক গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। এতদিন কীতির্টা ছিল শুধুই পেলের। ১৯৫৮ সালে সুইডেনের বিপক্ষে দুইবার জালে বল জড়িয়েছিলেন তিনি। নিজের রেকডের্ অন্য কেউ ভাগ বসাকÑ সেটা সাধারণত চান না ফুটবলাররা। তবে এমবাপের কীতিের্ত পেলে খুশিই হয়েছেন। তাইতো তাকে সান্তোসের একটি জাসির্ উপহার দিয়েছেন তিনি। খেলোয়াড়ি জীবনের পুরোটা সময় স্বদেশের এই ক্লাবেই কাটিয়ে দেন পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তির কাছ থেকে উপহার পেয়ে অভিভ‚ত এমবাপে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পেলেকে ধন্যবাদ জানিয়ে পিএসজি তারকা লিখেন, ‘অসাধারণ উপহারের জন্য ধন্যবাদ, কিং পেলে!’ রামোস দুঃখ প্রকাশ করেনি: ক্যারিয়াস ক্রীড়া ডেস্ক একটা ম্যাচেই লরিস ক্যারিয়াসের সুন্দর ক্যারিয়ারটা এলোমেলো করে দিল। এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ ব্যবধানে হেরে যায় লিভারপুল। ওই ম্যাচে দুটি হাস্যকর ভুল করেন গোলরক্ষক ক্যারিয়াস। কিন্তু কেন ওমনটা ঘটেছিল? দুই-তিনদিন পর জানা যায়, জামার্ন তারকার কনকাশন হয়েছিল। যার কারণে তিনি মনোযোগ ধরে রাখতে পারছিলেন না। মাথায় জোরে আঘাত লাগলে কনকাশন হতে পারে। ক্যারিয়াস আঘাত পেয়েছিলেন ফাইনালে। ম্যাচের একপযাের্য় ডি-বক্সের ভেতর রিয়াল ডিফেন্ডার সাজির্ও রামোসের কনুই বেশ জোরালোভাবে আঘাত হানে ক্যারিয়াসের মাথায়। মেডিকেল রিপোটের্ বিষয়টি উঠে আসে। বেসিকতাসে নতুন শুরু হয়েছে ক্যারিয়াসের। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দুঃখটা এখনো ভুলতে পারছেন না। সম্প্রতি জামার্ন ক্রীড়া দৈনিক বিøন্ডকে দেয়া এক সাক্ষাৎকারে লিভারপুল এবং ফাইনাল সম্পকের্ খোলাখুলি বক্তব্য দিয়েছেন তিনি। জানিয়েছেন, এমন একটা ঘটনার পরও রামোস তার কাছে কোনো দুঃখ প্রকাশ করেননি, ‘না, সে করেনি। তার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো দ্ব›দ্ব নেই। আমি জানি না, এটা সে ইচ্ছাকৃতভাবে করেছিল কিনা। তবে আমি এটাও মনে করি না যে, তার কাছে আমার ফোন নম্বর ছিল না।’