ক্ষতে প্রলেপ দিলেন রোনালদো

পিকের গোলে রক্ষা বাসার্র

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গোলের পর উচ্ছ¡সিত ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার সিরি’আয় ফ্রসিননের বিপক্ষে জুভেন্টাসের জয়ে অবদান রাখেন এই পতুির্গজ তারকা Ñওয়েবসাইট
জুভেন্টাসের জাসিের্ত চ্যাম্পিয়ন্স লিগের অভিষেকেই লাল কাডর্Ñ গত সপ্তাহটা তাই বেশ বাজে কেটেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ওই ম্যাচের দুঃস্মৃতি নিশ্চয়ই এখন ভুলে গেছেন পতুির্গজ যুবরাজ! সোমবার সিরিআয় প্রয়োজনীয় মুহূতের্ জুভিদের গোল এনে দেন রোনালদো। ফ্রসিননের মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচে শেষতক ২-০ ব্যবধানে জিতেছে তার দল। টানা পঁাচ জয়ে ম্যাসিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা অক্ষুণœ রেখেছে পয়েন্ট টেবিলের শীষর্ স্থানটাও। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পারি জমানো রোনালদো লিগের প্রথম তিনটি ম্যাচে ছিলেন গোলশূণ্য। গত ৯ বছর স্প্যানিশ ফুটবলে খেলে অভ্যস্ত এই তারকা ইতালিয়ান ফুটবলের সঙ্গে নিজেকে ঠিক মানিতে পারছিলেন না। তবে চতুথর্ ম্যাচেই চেনা রোনালদোকে দেখা যায়। জোড়া গোল দিয়ে সিরি’আয় গোলের খাতা খোলেন তিনি। জালের দিশা পেলেন ঠিক তার পরের ম্যাচেও। রোনালদো গোল করবেনÑ এমন আশ্বাস আগেই দিয়ে রেখেছিলেন আলেগ্রি। জুভেন্টাস কোচের কথার যথাথর্তা প্রমাণিত হচ্ছে। রোনালদো গোল পাচ্ছেন। এটা তার জন্যও ভালো খবর। তবে ফ্রসিননের বিপক্ষে রোনালদোর পারফরম্যান্সকে আলাদাভাবে মূল্যায়ন করেছেন এই কোচ। করতেই হবে। প্রতিপক্ষের মাঠে প্রথমাধের্ জালের দিশা পায়নি জুভেন্টাস। দ্বিতীয়াধের্ও একই চিত্র। সুযোগ তৈরি করেও কোনো ফল আসছিল না। অবশেষে ৮১ মিনিটের মাথায় ত্রাতা হয়ে এলেন রোনালদো। ডি-বক্সের ভেতর থেকে ফ্রসিননের জালে বল জড়ালেন পতুির্গজ তারকা। তাতেই জয় নিশ্চিত জুভেন্টাসের, এরপর ইনজুরি টাইমে ফেদেরিকো বেনার্রদিস্কির গোলটা ছিল বোনাস। ম্যাচ শেষে রোনালদোর দৃঢ় মানসিকতার প্রশংসা করে আলেগ্রি বলেছেন, ‘রোনালদো অনেকগুলো সুযোগ পেয়েছিল। দুভার্গ্যই হোক কিংবা অন্য কারণেই হোক, সে গোল পাচ্ছিল না। কিন্তু ম্যাচ থেকে এক মুহূতের্র জন্য মনোযোগ অন্যদিকে সরায়নি সে। আর এই কারণেই শেষের দিকে সে গোলটা করল। এর মানে হচ্ছে, মানসিকভাবে রোনালদো খুবই দৃঢ়।’ রোনালদোর সবথেকে বড় প্রতিদ্ব›িদ্ব লিওনেল মেসি এদিন লা লিগায় রেকডর্গড়া ৪২৪তম ম্যাচ খেলতে নেমেছিলেন। স্প্যানিশ লিগে স্পেনের বাইরের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলুড়ে ফুটবলার এখন তিনিই। আজের্ন্টাইন তারকা পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজকে। স্মরণীয় ম্যাচে একটি গোলও করেছেন তিনি। তবে তার গোলটি বাসেের্লানাকে জেতাতে পারেনি। ন্যু ক্যাম্পে পুঁচকে জিরোনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বাসার্র সৌভাগ্য যে, ঘরের মাঠে তাদের হার দেখতে হয়নি। ১৯ মিনিটে আথাের্রর অ্যাসিস্টে স্বাগতিকদের এগিয়ে দিয়েছিলেন মেসি। কিন্তু ৩৫ মিনিটে ক্লিমেন্ট লেংগলেট লাল কাডর্ দেখলে বিপদে পড়ে যায় তারা। সুযোগ নিয়ে বিরতির আগেই জিরোনাকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ান স্টুয়ানি। বিরতির পরপরই নিজের দ্বিতীয় গোলে অতিথিদের এগিয়ে দেন এই উরুগুইয়ান স্ট্রাইকার। তবে ন্যু ক্যাম্পে স্মরণীয় জয়ের দেখা পায়নি তার দল। ৬৩ মিনিটে জেরাডর্ পিকের হেড এক পয়েন্ট এনে দিয়েছে বাসাের্ক। এতে লিগ টেবিলের শীষর্ স্থানটাও অক্ষুণœ থাকল কাতালান জায়ান্টদের। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট তাদের। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকা সত্তে¡ও গোল গড়ে পিছিয়ে দুইয়ে রিয়াল।